আজকাল প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে বিশ্বের একাধিক বিরলতম দৃশ্য। যা দেখে এক সময় চোখ কপালে ওঠে মানুষের। যেগুলির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় কিন্তু নিঃসন্দেহে বিভিন্ন পশু পাখিদের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পশুপাখিদের ভিডিওগুলি মানুষের কাছে সবচেয়ে বেশি মনোরম ও মজার মনে হয়, যার প্রতিটি মুহূর্ত দেখে দর্শকের মুখের কোণে খেলে যায় হাসি।
advertisement
একটি এমন ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নতুন করে যেখানে প্রধান বক্তা শালিক পাখি। আসলে সোশ্যাল মিডিয়ার পাতায় হুবহু মানুষের মতো কথা বলতে পারা টিয়া পাখিদের ভিডিও এর আগে বহুবার ভাইরাল হয়েছে। যেগুলি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। তবে কখনও কি কোনও শালিক পাখিকে মানুষের মতো কথা বলতে ও ঝগড়া করতে দেখেছেন আপনি এমন ভাবে?
শুনতে অবাক লাগলেও যা দেখছেন এই ভিডিওতে তা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ঝড় তুলেছে। দেখে নেটিজেনদের চোখ কপালে। প্রশ্ন ছুড়ছেন অনেকেই, শালিক পাখিও কি আবার কথা বলতে পারি নাকি? আজ্ঞে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রতি ধরা পরল সেরকম একটি দৃশ্য। যা দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ নেটিজেনদের।
ভিডিওটি পুরোনো হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি শালিক পাখি অবিকল মানুষের মতো কথা বলছে। শুধু কথাই নয় বরং রীতিমতো ঝগড়া করছে। সাধারণত কথা বলতে পারা পাখিদের তালিকায় রয়েছে টিয়া, ময়না ও কাকাতুয়া। যারা মানুষের অনুকরণ করে কথা বলতে পারে। তবে শালিক পাখিও যে এভাবে মানুষের অবিকল করে কথা বলতে পারে তা এর আগে কেউ দেখেনি। যদিও ভিডিওতে দেখা এই শালিক পাখিটি কথা বলার পাশাপাশি সুন্দরভাবে গানও গাইতে পারে।
আর বর্তমানে এই শালিক পাখির কান্ড দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে। ভিডিওটি থেকে জানতে পারা যায় যে ভিডিওতে দেখতে পাওয়া শালিক পাখিটির নাম ‘সোনা’। তবে জনৈক ব্যক্তি তাঁকে ‘বাপি’ নামে ডাকলেই সে সাড়া দেয়। এছাড়াও ভিডিওটিতে দেখা যায় যে ছোট্ট শালিকটি নিজের ঠোঁট দিয়ে উঠোনে রাখা সমস্ত বাসনপত্র উল্টে দিচ্ছে মজার অঙ্গভঙ্গিতে। পাখির কীর্তিকলাপ দেখে সেখানে উপস্থিত এক ব্যক্তি হেসে উঠলে পাখিটিও তাঁর সঙ্গে হাসার চেষ্টা করে। আর ছোট্ট শালিকের এহেন কীর্তিকলাপ বেশ আনন্দের সহিত উপভোগ করলেন সমস্ত নেট নাগরিক।