এর পরেই এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন শিক্ষিকা! নৈনির শেঠ আনন্দরাম জয়পুরিয়া স্কুলে চাকরি করেন ওই শিক্ষিকা। নাম বিশাখা ত্রিপাঠী। আর খুদে পড়ুয়ার নাম অর্থব। এই দু'জনের মিষ্টি ভিডিও এখন মন জয় করেছে গোটা দেশের। ভিডিও ভাইরাল হতেই সকলে জানতে চেয়েছেন কোন স্কুল, কোথায় থাকেন তাঁরা? আবার কেউ কেউ লিখেছেন এমন দিদিমণি আমরা কেন পাইনি!
advertisement
রাতারাতি ভাইরাল স্টার হওয়া শিক্ষিকা বিশাখা জানান, "বাচ্চারা মাঝে মাঝে খুব দুষ্টুমি করে। ওদের ভালবেসে বোঝাতে হয়। আমার ছাত্র অর্থব সেদিন খুব দুষ্টুমি করছিল। কিছুতেই আমি ওকে চুপ করাতে পারছিলাম না। অবশেষে আমি বললাম, যাও আমি কথা বলবো না তোমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ও দুষ্টুমি বন্ধ করে চলে এল আমার রাগ ভাঙাতে। এই রকম কাণ্ড মাঝে মধ্যেই হয় স্কুলে। আমরা এই সব ভিডিও করি বাচ্চাদের। সেগুলো বাবা মাকে দেওয়া হয়। কখনও স্কুলের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করা হয়। এই দিন আমার অন্য এক সহকর্মী ভিডিওটি করেছিলেন। আমি ওটাকে ইনস্টাগ্রামে আপলোড করি। বেশ তারপর থেকেই ভাইরাল।" ওই শিক্ষিকা আরও জানান, " আমাদের এই ভিডিও দেখে মানুষ খুশি হয়েছেন। আমাদের এত ভালবাসা দিয়েছেন এটা ভেবেই ভাল লাগছে।" তবে এখানেই শেষ নয়। ওই শিক্ষিকা বলেন, "আমি সকলকে বলবো, বাচ্চাদের ভালবাসা দিন। ওদের সঙ্গে ভালবেসে কথা বলুন। বকাবকি নয়। দেখবেন ওরা আরও অনেক বেশি ভালবাসা ফিরিয়ে দেবে। ওদের ছোট বেলাটা আরও সুন্দর হবে।" এই ভিডিওটিও এখন ভাইরাল।