ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার হয়েছে। যা ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও শেয়ার হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুন্দর পোষাক পরে কয়েকটি মেয়ে। তাদের হাতে একটি করে থালা। সেই থালায় রয়েছে হলুদ, নতুন কাপড়, মালা ও খাবার। কয়েকজন ছেলেও রয়েছেন। বোঝাই যাচ্ছে তারা বন্ধু। এই সব সাজানো থালা নিয়ে তারা যা করল, জানলে অবাক হবেন। সকলে মিলে একটি রাস্তার কুকুরের সাধ দিয়েছে।
advertisement
তাদের প্রিয় রাস্তার দেশি কুকুরের নাম বেলা। বেলা গর্ভবতী। এবার তাকে যত্ন করে খাওয়ানো হল সাধ। প্রথমে গলায় মালা পরানো হল। কপালে হলুদ দেওয়া হল। গায়ে নতুন কাপড় দেওয়া হল। যত্ন করে সাধ হল বেলার। যা সত্যিই ভাবার বাইরে। এমন ঘটনা আগে দেখা যায়নি। ভিডিওটি শেয়ার হতেই ভালবাসার বন্যা বয়েছে। এই ভিডিও এখন ভাইরাল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 4:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বেলার সাধভক্ষণ! গর্ভবতী দেশি কুকুর! যা করল একদল ছেলে-মেয়ে! তুমুল ভাইরাল ভিডিও