TRENDING:

Viral Video: বেলার সাধভক্ষণ! গর্ভবতী দেশি কুকুর! যা করল একদল ছেলে-মেয়ে! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: এমন ভিডিও আপনি আগে দেখেননি। সব মন খারাপ কেটে যাবে! দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video: ভালবাসা জাত ধর্ম কিছুই মানে না। আর যারা পশুপ্রেমী তাদের জন্য তো সব পশুই সমান। সে বাড়ির পোষ্য হোক বা রাস্তার অবহেলিত কোনও পশু। সকলের জন্যই ভালবাসা সমান হয়। তবে রাস্তার দেশি কুকুররা কিন্তু একটু বেশিই অবহেলিত। অনেকেই রাস্তার কুকুরের যত্ন নেয়। খেতে দেয়। তবে আবার অনেকেই আছে যারা খেতে দেওয়া তো পরে দেখলেই ভাগিয়ে দেয়। খারাপ ব্যবহার করে। এই নিয়ে প্রতিবাদ কম হয় না। অনেকেই আজকাল দেশি কুকুরকে পোষ্য বানাচ্ছে। সব থেকে বড় কত হল বিদেশি দামি ব্রিডের কুকুরের থেকে কিন্তু দেশি কুকুর অনেক বেশি কথা শোনে আর বোঝে। সেটা আমরা অনেকেই চোখে দেখি না। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখলে ভালবাসায় ভরবে আপনার মন।
advertisement

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার হয়েছে। যা ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও শেয়ার হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুন্দর পোষাক পরে কয়েকটি মেয়ে। তাদের হাতে একটি করে থালা। সেই থালায় রয়েছে হলুদ, নতুন কাপড়, মালা ও খাবার। কয়েকজন ছেলেও রয়েছেন। বোঝাই যাচ্ছে তারা বন্ধু। এই সব সাজানো থালা নিয়ে তারা যা করল, জানলে অবাক হবেন। সকলে মিলে একটি রাস্তার কুকুরের সাধ দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তাদের প্রিয় রাস্তার দেশি কুকুরের নাম বেলা। বেলা গর্ভবতী। এবার তাকে যত্ন করে খাওয়ানো হল সাধ। প্রথমে গলায় মালা পরানো হল। কপালে হলুদ দেওয়া হল। গায়ে নতুন কাপড় দেওয়া হল। যত্ন করে সাধ হল বেলার। যা সত্যিই ভাবার বাইরে। এমন ঘটনা আগে দেখা যায়নি। ভিডিওটি শেয়ার হতেই ভালবাসার বন্যা বয়েছে। এই ভিডিও এখন ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বেলার সাধভক্ষণ! গর্ভবতী দেশি কুকুর! যা করল একদল ছেলে-মেয়ে! তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল