এমনিতে ভারতের চন্দ্রযান ৩ উৎক্ষেপণের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। আর প্রত্যেক ভারতীয় তা গর্বের সঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করছেন। ফলে সব জায়গাতেই এখন ভারতের জয়জয়কার। ভারতের এই কৃতিত্ব দেখে পাকিস্তানই বা কীভাবে পিছিয়ে থাকে! ইতিমধ্যেই ওই দেশের রকেট উৎক্ষেপণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখে হাসি থামছে না নেটপাড়ার বাসিন্দাদের। কিন্তু কেন এই হাসির রোল?
advertisement
আসলে ওই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েক জন রকেট বানিয়ে তা উড়িয়ে দিয়েছেন। আর এয়ার বেলুন লঞ্চিংয়ের এই ভিডিওটিকে পাকিস্তানের চন্দ্রযান উৎক্ষেপণ বলেই শেয়ার করা হয়েছে। না না আসল রকেট কিংবা চন্দ্রযান নয়, ওটা ছিল একটি কাপড়ের তৈরি রকেট। ফলে ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আবার ভিডিও-টির ক্যাপশনে লেখা হয়েছে, ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য পাকিস্তানের চন্দ্রযান উৎক্ষেপণ। এমনকী যাঁরা শেয়ার করেছেন, তাঁরা এটাকে পাকিস্তানের ঘটনা বলেও দাবি করেছেন। তবে আমাদের তরফে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
যদিও জানা গিয়েছে যে, ভিডিওটি পুরনো। তবে ফের তা ভাইরাল হয়েছে। অনেকেই এটা নিয়ে মজার মজার মন্তব্য করছেন। একজন লিখেছেন, “এটা পাকিস্তানের মিশন ইম্পসিবল।” আর এক নেটিজেন লিখেছেন, “পাকিস্তানের চন্দ্রযান এমনই হবে।” আবার একজনের বক্তব্য, “শুধুমাত্র সন্ত্রাসবাদীরাই পাকিস্তানের চন্দ্রযানকে চাঁদে নিয়ে যেতে পারে।”