বয়স ৮৩ বছর। ঠাকুমার নাম পুষ্পরানি সরকার। বীরভূমের শান্তিনিকেতন বনভিলার বাসিন্দা তিনি। এই বয়সে এসেও ঠাকুমার এনার্জি অবাক করবে। গ্রাম বাংলার রান্না খেতে কার না ভাল লাগে। এই কথা ভেবেই একটা ইউটিউব চ্যানেল খোলেন ওই ঠাকুমা। সেখানে নদী থেকে মাছ ধরে রান্না করেন। কখনও বাগানের সবজি রান্না করেন। আর বাঙাল ভাষায় মজার মজার কথা বলেন। এই ঠাকুমার রান্নাঘর এতটাই জনপ্রিয় যে তাঁর চ্যানেলের ভিউয়ার সংখ্যা কয়েক মিলিয়ন। বছরে ৮ থেকে ১০ লক্ষ টাকা রোজগার ওই ঠাকুমার। আর এই ঠাকুমার রান্নার কথা শুনে বলিউড থেকে বীরভূমে এলেন সুমনা চক্রবর্তী।
advertisement
কপিল শর্মা শো থেকেই সব থেকে বেশি জনপ্রিয়তা পান সুমনা। তবে শুধু এই শো নয়। বহু সিনেমা ও সিরিয়ালে নানা চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুমনাকে। দারুণ বাংলা বলেন। বাঙালি মেয়ে। তিনি চলে এলেন ঠাকুমার হাতে তৈরি চিতল মাছের মুইঠা খেতে। ঠাকুমা দেখালেন কী ভাবে নদী থেকে মাছ ধরে কেটে, রান্না করলেন তিনি। এরপর কলা পাতায় ভাত দিয়ে খেতে দিলেন সুমনাকে। নিজের মনের কথা উজার করে বললেন ঠাকুমা। এও জানান, তাঁকে নাকি অনেকেই বলেন বাঙাল ভাষায় কথা না বলতে। কিন্তু তিনি অন্য ভাষা জানেন না। তাঁকে এই ভাষাতেই কথা বলার জন্য সমর্থন জানান সুমনা! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই ১২ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন। হুহু করে ভাইরাল ভিডিও।