ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘একজন পোষ্যপালককে তাঁর উটের সঙ্গে লাসভেগাসের পথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে৷ ৪ অক্টোবর তাঁর ছবি ধরা পড়ে৷’’ লাসভেগাসের যে রাস্তায় ফাস্টফুডের পর পর দোকান আছে, সেখানেই ঘুরছিলেন উষ্ট্রবাহক৷ জানা গিয়েছে ১২ বছর বয়সি ওই উটের নাম ফার্গি৷ সে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালবাসে৷ ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবক তাঁর বাহনকে নিয়ে একটি বার্গারের আউটলেটে গিয়েছেন৷ সেখানে কর্মীরাও রোমাঞ্চিত ক্রেতার লাইনে উটকে দেখে৷
advertisement
আরও পড়ুন : এ বছর করবা চৌথ তিথি কবে, কত ক্ষণ থাকবে চতুর্থী তিথি, জেনে নিন শুভ মুহূর্ত
আরও পড়ুন : মহাকাশ থেকে ফিরেই বিয়ে, ‘রুশ মহাকাশচারী প্রেমিক’-এর প্রতারণায় সর্বস্ব খোয়ালেন জাপানি প্রৌঢ়া
ফার্গির মালিক আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ বাহনসমেত মন জয় করেছে নেটিজেনদের৷ ভিডিওতে দেখা গিয়েছে উটকে নিয়ে তার মালিক ব্র্যান্ডন নোবেলস যাচ্ছেন অর্ডার দিতে৷ খাবার এসে পৌঁছনর পর ফার্গি বার্গারের গন্ধ শোঁকে৷ এই ভিডিও এখনই ২ লক্ষ ভিউজ ছাপিয়ে গিয়েছে৷ এসেছে মজাদার মন্তব্যও৷ কোনও নেটিজেনের মতে, এমন আজব কাণ্ড লাস ভেগাসেই সম্ভব৷ তবে এসেছে বিরূপ মন্তব্যও৷ কারওর মতে, নিছক মনোযোগ আকর্ষণ করার জন্যই করা হয়েছে এই ভিডিও৷ আবার অনেকে তুলেছেন পশুক্লেশের প্রসঙ্গও৷