TRENDING:

ফ্রেঞ্চফ্রাই, বার্গারপ্রেমী উট নিয়ে লাসভেগাসের পথে হাজির যুবক! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : মরুজাহাজকে পাশে নিয়ে লাস ভেগাসের পথে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে৷ তার পর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের আনাচেকানাচে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাস ভেগাস বলতে আমাদের চোখে ভেসে ওঠে চিররঙিন ছবি৷ এ বার সেই লাস্যভূমির ভাবমূর্তি চূর্ণ বিচূর্ণ হল এক ভাইরাল ভিডিওর দৌলতে৷ সেখানে দেখা যায় এক যুবক এই মার্কিন রঙ্গনগরীতে ঘুরে বেড়াচ্ছেন উটের সঙ্গে৷ মরুজাহাজকে পাশে নিয়ে লাস ভেগাসের পথে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে৷ তার পর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের আনাচেকানাচে৷
মরুজাহাজকে পাশে নিয়ে লাস ভেগাসের পথে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে
মরুজাহাজকে পাশে নিয়ে লাস ভেগাসের পথে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে
advertisement

ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘একজন পোষ্যপালককে তাঁর উটের সঙ্গে লাসভেগাসের পথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে৷ ৪ অক্টোবর তাঁর ছবি ধরা পড়ে৷’’ লাসভেগাসের যে রাস্তায় ফাস্টফুডের পর পর দোকান আছে, সেখানেই ঘুরছিলেন উষ্ট্রবাহক৷ জানা গিয়েছে ১২ বছর বয়সি ওই উটের নাম ফার্গি৷ সে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালবাসে৷ ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবক তাঁর বাহনকে নিয়ে একটি বার্গারের আউটলেটে গিয়েছেন৷ সেখানে কর্মীরাও রোমাঞ্চিত ক্রেতার লাইনে উটকে দেখে৷

advertisement

আরও পড়ুন : এ বছর করবা চৌথ তিথি কবে, কত ক্ষণ থাকবে চতুর্থী তিথি, জেনে নিন শুভ মুহূর্ত

আরও পড়ুন :  মহাকাশ থেকে ফিরেই বিয়ে, ‘রুশ মহাকাশচারী প্রেমিক’-এর প্রতারণায় সর্বস্ব খোয়ালেন জাপানি প্রৌঢ়া

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ফার্গির মালিক আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ বাহনসমেত মন জয় করেছে নেটিজেনদের৷ ভিডিওতে দেখা গিয়েছে উটকে নিয়ে তার মালিক ব্র্যান্ডন নোবেলস যাচ্ছেন অর্ডার দিতে৷ খাবার এসে পৌঁছনর পর ফার্গি বার্গারের গন্ধ শোঁকে৷ এই ভিডিও এখনই ২ লক্ষ ভিউজ ছাপিয়ে গিয়েছে৷ এসেছে মজাদার মন্তব্যও৷ কোনও নেটিজেনের মতে, এমন আজব কাণ্ড লাস ভেগাসেই সম্ভব৷ তবে এসেছে বিরূপ মন্তব্যও৷ কারওর মতে, নিছক মনোযোগ আকর্ষণ করার জন্যই করা হয়েছে এই ভিডিও৷ আবার অনেকে তুলেছেন পশুক্লেশের প্রসঙ্গও৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ফ্রেঞ্চফ্রাই, বার্গারপ্রেমী উট নিয়ে লাসভেগাসের পথে হাজির যুবক! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল