TRENDING:

শিশুকন্যা স্ট্র্যাপবন্দি শরীরের সঙ্গে, ছেলে ঘুরছে পাশেই, দুই সন্তানকে নিয়ে রোদ জল ঝড়ে খাবার ডেলিভারি জোম্যাটোকর্মীর, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral : সৌরভের শেয়ার করা ভিডিওতে ওই জোম্যাটোকর্মী জানিয়েছেন তিনি এভাবেই খাবার ডেলিভারি করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুধের শিশুকন্যা শরীরের সঙ্গে স্ট্র্যাপে বাঁধা ৷ পাশেই ঘুরছে শিশুকন্যার তুলনায় বয়সে কিছুটা বড় এক বালক ৷ দুই সন্তানকে সঙ্গে নিয়েই খাবার ডেলিভারি করতে বেরিয়েছেন জোম্যাটোর এক কর্মী ৷ এই ভিডিও জয় করেছে নেটিজেনদের মন ৷ ওই ডেলিভারিম্যান জানিয়েছেন রোদ-ঝড়-জল, যে কোনও পরিস্থিতিতে তিনি এভাবেই খাবার ডেলিভারি করেন ৷ তাঁকে নিয়ে একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন ফুড ব্লগার সৌরভ পঞ্জওয়ানি ৷ জানিয়েছেন ওই জোম্যাটোকর্মীকে দেখে তিনি অভিভূত এবং অনুপ্রাণিত ৷ লিখেছেন, ‘‘এই জোম্যাটো কর্মী সারা দিন রোদে ঘোরেন দুই সন্তানকে নিয়ে ৷ আমাদের শেখা উচিত যে ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছুই নেই ৷
যে কোনও পরিস্থিতিতে তিনি এভাবেই খাবার ডেলিভারি করেন ( ছবি-ইনস্টাগ্রামের ভিডিও থেকে)
যে কোনও পরিস্থিতিতে তিনি এভাবেই খাবার ডেলিভারি করেন ( ছবি-ইনস্টাগ্রামের ভিডিও থেকে)
advertisement

সৌরভের শেয়ার করা ভিডিওতে ওই জোম্যাটোকর্মী জানিয়েছেন তিনি এভাবেই খাবার ডেলিভারি করেন ৷ ছেলেকে সঙ্গে আনলে তাঁর কাজে সুবিধেই হয় ৷ তাঁকে সৌরভ বলেন তিনি যেন রোদের মধ্যে দুই সন্তানকে সঙ্গে নিয়ে খাবার ডেলিভারি না করেন ৷ শেয়ার করার পর থেকে এই ভিডিওতে ট্যুইটারে ১ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে ৷ জোম্যাটোর তরফেও জানানো হয়েছে ওই কর্মীর সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হবে সন্তানদের দেখভালের জন্য তাঁর কোনও সাহায্য দরকার কিনা ৷ কর্মীর যোগাযোগের নম্বরের জন্য অর্ডার ডিটেইলস তাদের কাছে পাঠানোর জন্যও বলেছে জোম্যাটো ৷

advertisement

আরও পড়ুন : বিশ্বের শুষ্কতম মরু চিলির আটাকামায় রংবাহারি ফুলের মেলা, দেখুন প্রকৃতির বিস্ময়ের ছবি

আরও পড়ুন :  সন্তানের দেখভাল করতে গিয়ে বিঘ্নিত হবে না মায়ের কেরিয়ার, মানবিক উদ্যোগ কালিম্পংয়ের এসপি-র

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এই ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা৷ তাঁরা কুর্নিশ জানিয়েছেন ওই জোম্যাটো কর্মীর সংগ্রামকে ৷ একজন লিখেছেন ‘জীবন সুন্দর, কিন্তু কঠিন৷’ আর একজন বাহবা জানিয়েছেন কর্মীকে ৷ কারণ তিনি জীবনের প্রতি কোনও অভিযোগ না জানিয়ে সংগ্রামের নতুম অর্থ খুঁজে বার করেছেন ৷ কাজের প্রতি তাঁর একনিষ্ঠ মনোভাবকেও তারিফ করেছেন নেটিজেনরা ৷ জোম্যাটো কর্মীর পিতৃত্বকে সাধুবাদ জানিয়ে এক নেটিজেনের মন্তব্য, ‘বাবা-ই প্রকৃত নায়ক৷’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শিশুকন্যা স্ট্র্যাপবন্দি শরীরের সঙ্গে, ছেলে ঘুরছে পাশেই, দুই সন্তানকে নিয়ে রোদ জল ঝড়ে খাবার ডেলিভারি জোম্যাটোকর্মীর, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল