TRENDING:

বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral : বাগানের এক কোণে ছাউনির নীচে মাচায় বিশ্রাম নিচ্ছেন এক মহিলা ৷ তাঁর দেহ বেয়ে উঠছে বিষধর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ শিউরে ওঠা সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্রামরত এক মহিলার দেহ বেয়ে ধীরে ধীরে উঠছে ফণা উঁচিয়ে থাকা বিষধর সাপ ৷ ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা ৷ সেখানে দেখা যাচ্ছে বাগানের এক কোণে ছাউনির নীচে মাচায় বিশ্রাম নিচ্ছেন এক মহিলা ৷ তাঁর দেহ বেয়ে উঠছে বিষধর ৷ বিপদ বুঝে একটুও না নড়ে স্থানুবৎ শুয়ে আছেন ওই মহিলা ৷ শুধু করুণ স্বরে আর্ত চিৎকার করে চলেছেন ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে আইএফএস সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, ‘‘এরকম ঘটনা ঘটলে আপনার প্রতিক্রিয়া কী হবে?’’ সঙ্গে আধিকারিক আরও জানিয়েছেন এই ভিডিও তিনি পেয়েছেন এক সহকর্মীর কাছ থেকে ৷ পাশাপাশি আরও জানিয়েছেন যে কিছু ক্ষণ পর সাপটি নিজের থেকেই চলে গিয়েছে ৷ ওই মহিলার কোনও ক্ষতি করা হয়নি ৷

আরও পড়ুন : এক কথায় ৯ কোটির বিজ্ঞাপন ফেরালেন কার্তিক আরিয়ান, খারিজের কারণকে কুর্নিশ নেটিজেনদের

advertisement

আরও পড়ুন :  অকালমৃত্যু এড়াতে সময় থাকতে সচেতন হয়ে হৃদরোগের উপসর্গ চিনুন মহিলারা

advertisement

সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া মাত্র ভিডিওটি বাজিমাত করেছে ৷ ‘ভিউজ’ এসেছে ৩৪ হাজার বারের বেশি ৷ ‘লাইক’ এসেছে প্রায় ১ হাজার ৷ ভাইরাল ভিডিওটি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘‘ওই মহিলা যা করেছেন, আমিও ঠিক তাই করতাম ৷’’ নেটিজেনদের মতে, সাপের ছোবল থেকে বাঁচতে এমন নিস্পৃহ, স্থির হয়ে পড়ে থাকাই শ্রেয় ৷ আর এক ট্যুইটারেত্তির বক্তব্য, ‘‘সাপকে মানুষ যতটা ভয় পায়, তার থেকেও বেশি সাপ ভয় পায় মানুষকে৷’’ তাঁর মতে, মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই দেখে সে কিছু না করেই পালিয়ে গিয়েছে ৷ তবে আতঙ্কিত হয়েও নিজের স্নায়ুর উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রাখার জন্য মহিলার সাহসকে বাহবা জানিয়েছেন সকলেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তবে এই ভাইরাল ভিডিও কোথাকার দৃশ্য, সে কথা এখনও জানা যায়নি ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল