তাঁর সুরেলা কণ্ঠের জন্য গীতা পরিচিত 'কচ্ছি কোয়েল' নামে। তাঁর কণ্ঠে ‘রোমা সের মা’ খুবই জনপ্রিয় হয়েছে। তাঁর কণ্ঠে ভজন, লোকসঙ্গীত-সহ বিভিন্ন ধরনের গান খুবই জনপ্রিয়। গত কয়েক বছর ধরে তিনি জনপ্রিয়তায় নিজের আসন ধরে রেখেছেন।
আরও পড়ুন : মাছের ভাপা এবং মুইঠ্যার মধ্যে কী পার্থক্য? আসুন, জেনে নিই
advertisement
প্রসঙ্গত কচ্ছের টাপার এলাকার মেয়ে গীতা পঞ্চম শ্রেণি থেকেই গান গাইতে শুরু করেছেন। তাঁর গাওয়া ভজন ও লোকসঙ্গীত লোকের মুখে মুখে ফেরে। তাঁর গানে ফুটে ওঠে গুজরাতি সংস্কৃতি ও ঐতিহ্য। কাজের স্বীকৃতি স্বরূপ ভক্তদের কাছ থেকে মেলে ভালবাসা ও শ্রদ্ধা। এ বার তাঁর উপর করা নোটবৃষ্টি ভাইরাল সামাজিক মাধ্যমে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 4:25 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Money Shower: মঞ্চে গাইবার সময় সঙ্গীতশিল্পীর উপর নোটবৃষ্টি! পড়ল ৪ কোটি টাকা, দেখুন টাকার পাহাড়ের ভাইরাল ছবি