সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। কী আছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে এক যুবক বাইক চালাচ্ছেন। পিছনের সিটে বসে এক যুবতী। জিন্স ও টপ পরে আছেন সেই যুবতী। দ্রুত গতিতে ছুটে চলেছে বাইক। এ পর্যন্ত ঠিক ছিল। এর পর হঠাৎ করেই চলন্ত বাইকে একে অপরকে চুমু খেতে শুরু করে ওই যুবক-যুবতী। ঠোঁটে ঠোঁট রেখে একেবারে গভীর চুম্বনে আবদ্ধ হলেন তারা। দিনের আলোয় মাঝ রাস্তায় বাইক চালাতে চালাতে চুমু খাচ্ছেন এই যুবক-যুবতী। দেখে মনে হবে কোনও সিনেমার শ্যুটিং। চুমু খাওয়ার চক্করে ট্রাফিক আইনের তোয়াক্কা করেনি তারা। না মাথায় ছিল হেলমেট।
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল কমবে! বাড়তি ওজন ঝরবে! সকালে খান এক চামচ এই পাতার রস! জানুন চিকিৎসকের মত
এই ভিডিও ট্যুইটারে শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। তবে কেউ এই ভিডিওর প্রশংসা করেননি। বরং এই দুই যুবক-যুবতীর কাণ্ডের চরম নিন্দা করেছেন সকলে। চুমু খাওয়া দোষের নয়। কিন্তু এভাবে ট্রাফিক আইন অমান্য করে, হেলমেট ছাড়া বাইকে চুমু মেনে নেননি কেউই! অনেকেই বলেছেন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কারণ যুবক যুবতী চুমু খেতে মত্ত ছিলেন, ব্যস্ত রাস্তায় বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারত। অনেকেই ওই যুবক যুবতীর শাস্তির দাবিও করেছেন। আপাতত এই ভিডিও ভাইরাল।