পরে জলের প্রাণীকে আবার সমুদ্রেই ফিরিয়ে দেন ওই যুবক ৷ তার কীর্তিতে হতভম্ব নেটিজেনরা ৷ এক নেটিজেন লিখেছেন হাঙরটিকে ফের সমুদ্রে ফিরিয়ে দেওয়ার জন্য যুবককে ধন্যবাদ ৷ প্রসঙ্গত যে স্মিথ পযেন্ট সৈকতে এই ঘটনা ঘটেছে, সেটি সার্ফিংপ্রেমী ও সমুদ্রঅভিযাত্রীদের কাছে খুবই পছন্দের ৷
আরও পড়ুন : জন্মাষ্টমী কবে পালিত হবে? কত ক্ষণ থাকবে এই পবিত্র তিথি ও শুভ মুহূর্ত, জানুন
advertisement
আরও পড়ুন : জন্মাষ্টমীতে নিজের রাশি অনুযায়ী কীভাবে পুজো করবেন, জানুন জ্যোতিষী কী বলছেন
যে হাঙরটিকে ওই যুবক ধরেছেন, সেই প্রজাতির হাঙর পরিচিত Ragged tooth shark নামেও ৷ অনেক সময় একে স্যান্ড টাইগার-ও বলা হয় ৷ অন্যান্য় প্রজাতির তুলনায় সাধারণত স্বভাবে শান্তশিষ্টই হয় হাঙরের এই প্রজাতি ৷ এদের স্বভাবের জন্য অনেক সময়ে এদের ল্যাব্রাডর অব দ্য সি বলেও ডাকা হয় ৷ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এই প্রাণীটিকে অন্যতম বিলুপ্তপ্রায় প্রাণী বলে চিহ্নিত করেছে ৷