সম্প্রতি অসমের দুই খুদে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। বয়স খুব বেশি হলে পাঁচ কিংবা ছয়! কিন্তু এই খুদেদের আত্মবিশ্বাস দেখলে চমকে যেতে হয়! রোহিত ও আজলিফা নাম তাদের! তারা ফেসবুকে পেজ খুলে গান গায়! তবে মজার হল তাদের গানের লিরিক্স! সব অদ্ভুত বাংলাদেশি টানের ভাষার স্টাইলে লিরিক্সে গান করছে দুই খুদে। রয়েছে অসমের বাংলা ভাষার টানও! তাদের অঙ্গ-ভঙ্গি দেখে হেসে লুটোপাটি যাচ্ছেন নেটিজেনরা! ‘বিয়ান তোমারে ভাল পাই’, ‘ও বউ কোনে গেসো, মূলা কিনা আনসি, আইয়ে দেহো’- এই সব গান গুলি তুমুল ভাইরাল। যদিও তাদের এই পেজ এবং ভিডিও তৈরিতে সাহায্য করছেন আরেক যুবক।
advertisement
তবে এই গান গেয়ে এখন সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে এই দুই খুদে। একের পর এক গান তাদের এখন হিট। এমনকী র্যাপ গানও গাইছে এই দুই খুদে। ইউটিউব চ্যানেল পর্যন্ত খুলে ফেলেছে তারা। তাদের গান শুনে হাসিতে ফেটে পড়ছেন সকলে। অনেকেই বলছেন ‘ এতো দারুণ মজার ভিডিও’! আবার কেউ লিখছেন, ‘হিরু আলমের গান আর কেউ শুনবে না!’ কেউ বলছেন, ‘নতুন ভাইরাল জুটি’! আপাতত সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল এই দুই খুদে!