সম্প্রতি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে অলোক কুমার নামের এক ব্যক্তি একটি পোস্ট শেয়ার করেছেন। যা ইতিমধ্যে তুমুল ভাইরাল হয়েছে! লাখ লাখ মানুষ এই ভিডিও দেখছেন, এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন! তা কী করেছেন ওই ব্যক্তি? জানলে সত্যিই অবাক হবেন! সকলে যখন মহাকুম্ভে যেতে ব্যস্ত, সেই সময় নিজের ঘরকেই মহাকুম্ভ বানালেন ওই ব্যক্তি!
advertisement
আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠে বালতির জলে এক চিমটে নুন ফেলে দিন! তারপর দেখুন খেলা! বদলে যাবে ভাগ্য
বলা হয় বাবা মায়ের থেকে বড় ভগবান আর কেউ নয়! বাবা মায়ের সেবা করা সব সন্তানের উচিত! এবার নিজের মনকে শুদ্ধ করতে সেই বাবা মায়ের আশ্রয়েই গেলেন ব্যক্তি! ভিডিওতে দেখা যাচ্ছে চেয়ারে বাবা ও মাকে বসিয়েছেন! একটি গামলায় জল নিয়ে সেখানে বাবা ও মায়ের পা ডুবিয়েছেন! তারপর সেই পা ধোয়া জল দিয়ে বাবা মায়ের পায়ের কাছে বসেই স্নান করছেন তিনি! এই ভিডিও পোস্ট করে ওই ব্যক্তি লেখেন, ‘আমার জন্য এটাই মহাকুম্ভ’! এই ভিডিও আপাতত তুমুল ভাইরাল! প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা!