আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি ছাদেই ঘুমিয়ে রয়েছেন প্রচুর মানুষ। এবার এটা স্পষ্ট নয় যে, ওই ছাদটি একাধিক বাড়ির ছাদের সঙ্গে আদৌ যুক্ত কি না! আবার যাঁরা ঘুমিয়ে রয়েছেন, তাঁরা কি একই পাড়ার কিংবা একই পরিবারের কি না, সেটাও পরিষ্কার নয়! যাইহোক, অনেকেই শুয়েছিলেন বাড়িটির ছাদে। তবে একজনের উপরেই চোখ আটকেছে। যাঁর পরনে রয়েছে একটি কমলা রঙা প্যান্ট।
advertisement
আরও পড়ুন– ৫ মাসে ওজন ১০৯.৭ কেজি থেকে কমে ৮৩ কেজি! রহস্য নিজেই ফাঁস করলেন জয়দীপ অহলাওয়াত
@gazelle.335393 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে যে, প্রচুর মানুষ ছাদের উপর শুয়ে রয়েছেন। তবে দেখে মনে হচ্ছে, এটি কোনও শহরের একটি পুরনো পাড়া। কারণ বাড়িগুলির ছাদগুলি ছিল জোড়া। যদিও এটা বোঝা যায়নি যে, শুয়ে থাকা মানুষগুলি একই বাড়ির কি না! অনেকেই মনে করছেন, বাড়িতে কোনও অনুষ্ঠানের জন্য এত মানুষ জমায়েত হয়ে থাকতে পারেন। গরমের কারণে তাঁরা ছাদে গিয়ে শুয়েছেন। তবে ভিডিওটি দেখে মনে হচ্ছে, এটি ভোরের দৃশ্য। কারণ কয়েকজনকে ঘুমন্ত অবস্থায় দেখা গিয়েছে, তো কেউ কেউ আবার জেগে রয়েছেন।
তবে কমেন্ট সেকশনে নেটিজেনরা কমলা প্যান্ট পরিহিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছেন। আসলে কমলা রঙের হাফপ্যান্ট পরা ওই ব্যক্তি অদ্ভুত কায়দায় শুয়ে রয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল ভিডিও-র ভিউ ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। কমেন্ট বাক্স ভরে গিয়েছে নেটিজেনদের মন্তব্যে। একজন লিখেছেন, “কমলা প্যান্ট পরা ওই ব্যক্তি কীভাবে ঘুমোচ্ছেন!” আর একজন আবার বলেন, “কমলা প্যান্ট পরা মানুষটিকে কি দেখলেন?” তৃতীয় নেটিজেনের বক্তব্য, “এটা নিশ্চয়ই বিয়ে বাড়ির দৃশ্য। এঁরা মনে হয় একই বাড়ির লোক।”