TRENDING:

VIDEO: গরমে ঘেমেনেয়ে অস্থির, এক ছাদেই শুয়ে রয়েছে গোটা পাড়া ! ভাইরাল ভিডিও দেখে নস্ট্যালজিয়ায় ভাসলেন নেটিজেনরা

Last Updated:

People sleeping on roof viral video: কিন্তু সেই সোনালি দিন যেন কোথাও হারিয়ে গিয়েছিল। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ওই দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video: আগেকার দিনে যখন প্রচণ্ড গরম পড়ত, তখন হামেশাই লোডশেডিং হত। এমনকী, সেই সময় এসি-ও ছিল না। ফলে তীব্র গরমে হাঁসফাঁস করতে করতে মানুষ ছাদে গিয়ে বসতেন একটু হাওয়া খাওয়ার আশায়। এদিকে আমাদের দেশে এমন কিছু ঘিঞ্জি জায়গা রয়েছে, যেখানে এক বাড়ির ছাদের সঙ্গে অন্য বাড়ির ছাদ জোড়া অবস্থায় থাকে। ফলে লোডশেডিংয়ের রাতগুলিতে সেই সব এলাকার মানুষ একটা বাড়ির ছাদে জমা হতেন। আনন্দে সময়টা কেটে যেত। কিন্তু সেই সোনালি দিন যেন কোথাও হারিয়ে গিয়েছিল। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ওই দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনদের।
ভাইরাল ভিডিও দেখে নস্ট্যালজিয়ায় ভাসলেন নেটিজেনরা (Photo- Instagram/@gazelle.335393)
ভাইরাল ভিডিও দেখে নস্ট্যালজিয়ায় ভাসলেন নেটিজেনরা (Photo- Instagram/@gazelle.335393)
advertisement

আরও পড়ুন– ‘ওঁদের জুটি অটুট থাকুক…’, সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে আবেগপ্রবণ শত্রুঘ্ন সিনহা; কিন্তু কোথায় গেলেন অভিনেত্রীর দুই দাদা?

আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি ছাদেই ঘুমিয়ে রয়েছেন প্রচুর মানুষ। এবার এটা স্পষ্ট নয় যে, ওই ছাদটি একাধিক বাড়ির ছাদের সঙ্গে আদৌ যুক্ত কি না! আবার যাঁরা ঘুমিয়ে রয়েছেন, তাঁরা কি একই পাড়ার কিংবা একই পরিবারের কি না, সেটাও পরিষ্কার নয়! যাইহোক, অনেকেই শুয়েছিলেন বাড়িটির ছাদে। তবে একজনের উপরেই চোখ আটকেছে। যাঁর পরনে রয়েছে একটি কমলা রঙা প্যান্ট।

advertisement

আরও পড়ুন– ৫ মাসে ওজন ১০৯.৭ কেজি থেকে কমে ৮৩ কেজি! রহস্য নিজেই ফাঁস করলেন জয়দীপ অহলাওয়াত

@gazelle.335393 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে যে, প্রচুর মানুষ ছাদের উপর শুয়ে রয়েছেন। তবে দেখে মনে হচ্ছে, এটি কোনও শহরের একটি পুরনো পাড়া। কারণ বাড়িগুলির ছাদগুলি ছিল জোড়া। যদিও এটা বোঝা যায়নি যে, শুয়ে থাকা মানুষগুলি একই বাড়ির কি না! অনেকেই মনে করছেন, বাড়িতে কোনও অনুষ্ঠানের জন্য এত মানুষ জমায়েত হয়ে থাকতে পারেন। গরমের কারণে তাঁরা ছাদে গিয়ে শুয়েছেন। তবে ভিডিওটি দেখে মনে হচ্ছে, এটি ভোরের দৃশ্য। কারণ কয়েকজনকে ঘুমন্ত অবস্থায় দেখা গিয়েছে, তো কেউ কেউ আবার জেগে রয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

তবে কমেন্ট সেকশনে নেটিজেনরা কমলা প্যান্ট পরিহিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছেন। আসলে কমলা রঙের হাফপ্যান্ট পরা ওই ব্যক্তি অদ্ভুত কায়দায় শুয়ে রয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল ভিডিও-র ভিউ ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। কমেন্ট বাক্স ভরে গিয়েছে নেটিজেনদের মন্তব্যে। একজন লিখেছেন, “কমলা প্যান্ট পরা ওই ব্যক্তি কীভাবে ঘুমোচ্ছেন!” আর একজন আবার বলেন, “কমলা প্যান্ট পরা মানুষটিকে কি দেখলেন?” তৃতীয় নেটিজেনের বক্তব্য, “এটা নিশ্চয়ই বিয়ে বাড়ির দৃশ্য। এঁরা মনে হয় একই বাড়ির লোক।”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
VIDEO: গরমে ঘেমেনেয়ে অস্থির, এক ছাদেই শুয়ে রয়েছে গোটা পাড়া ! ভাইরাল ভিডিও দেখে নস্ট্যালজিয়ায় ভাসলেন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল