ভিডিওটিতে দেখা গিয়েছে, খ্রিস্টান মতে বিয়ের আসর সেজেছে। বর-কনে সকলেই উপস্থিত। পাদ্রী দাঁড়িয়ে বিয়ের মন্ত্রোচ্চারণ শুরু করেছেন। আচমকাই তার মাঝে বিয়ে থামাতে বললেন কনে। কিন্তু কেন? উপস্থিত সকল অতিথি থেকে বর– সকলেরই মাথায় হাত বিয়ে থামানোর কথা শুনে। খানিক পরেই কনের মুখে শোনা যায় বিয়ে থামাতে বলার কারণ।
advertisement
আরও পড়ুন: ঝড়জলে স্বস্তি দিলেও, এমন ভয়ঙ্কর ক্ষতি হবে কে জানত? মুর্শিদাবাদে দিশেহারা পরিবার!
কেন বিয়ে থামানো হল? কনে জানান, তিনি নিজের বিয়েতে যেমনটা সাজতে চেয়েছিলেন, সেভাবে সাজা হয়নি। ওয়েডিং ড্রেসের পুরো অংশ না পরেই তিনি ডায়াসে উঠে পড়েছেন। বেকি নামের ওই কনের কথা শুনে হতবাক হয়ে যান সকলে। বেকি সকলের সামনেই প্রশ্ন করেন, ‘আমি কি পুরো পোশাকটি পরে নিতে পারি?’ উপস্থিত সকলেই কনের এমন আবদারে না বলতে পারেননি।
আরও পড়ুন: মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করার নিয়ম জানা আছে? জানুন সবচেয়ে সহজ প্রক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হয়েছে। বেকি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি। অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, কোনও প্রয়োজন ছিল না। এমনিই সুন্দর দেখাচ্ছিল বেকিকে। তবে ভিডিওটি কোন দেশের তা স্পষ্ট জানা যায়নি।
