তিনি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। ডিজিটাল ক্রিয়েটর হওয়ার পাশাপাশি তিনি আবার একজন অ্যাথলিটও বটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোটামুটি ভিড়ে ঠাসা একটি মেট্রো রেলের কামরা। কালো টাইটস আর পার্পল টি-শার্ট পরিহিত মহিলা আচমকাই মেট্রো রেলে ডিগবাজি খেতে শুরু করেন। এতে হকচকিয়ে যান ট্রেনের আরোহীরা। কেউ কেউ আবার হেসেও ফেলেন। অনেকেরই দাবি, সম্ভবত নাম্মা মেট্রো বা বেঙ্গালুরু মেট্রোতেই এই ঘটনাটা ঘটেছে। যদিও নিউজ ১৮ বাংলা ডটমন এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।
advertisement
আরও পড়ুন: দেশের কোন ৫ সাপ সবচেয়ে বিপজ্জনক ও বিষাক্ত জানেন? ৯৫% কিন্তু ডাহা ফেল
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিও ক্লিপের ভিউ প্রায় ৫.২ লক্ষ এবং ৪৫০০০-এর বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। এক ব্যবহারকারী তো মিশার প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, “তুমি সেরা।” আর এক ব্যবহারকারী আবার বলেন, “দুর্দান্ত।” আবার অন্য এক নেটিজেন দাবি করেন যে, তিনি নিজে ওই কামরায় ছিলেন। বলেন, “এটা তো ব্যাঙ্গালোর মেট্রো। তুমি তো লোকেশন রাজস্থান দিয়েছো। আমি তো ওই একই মেট্রোয় ঠিক তোমার পিছনেই রয়েছি।”
আরও পড়ুন: কেন Error 404 আসে? এই নম্বরের নেপথ্যে রহস্য কী জানেন? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!
এখানেই শেষ নয়, সকলেই বেশ বাহবা দিয়েছেন মিশার প্রতিভাকে। তবে অনেকেই ব্যঙ্গের সুরে বলছেন, “এত ভাল জিমন্যাস্ট যখন, তখন তো ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা উচিত। জনবহুল জায়গায় প্রতিভা প্রদর্শন করে কেন নিজের সময় এবং এনার্জি নষ্ট করছেন।”
এটাই প্রথম বার নয়, এই ধরনের ভিডিও নিয়ে আগেও বহু বার খবর হয়েছে। দিল্লি মেট্রোয় রিল শ্যুট করার ঘটনা নিয়ে তো বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, শেষে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে বাধ্য হন। পরে তাঁরা মেট্রো রেলে ভিডিও কিংবা রিল শ্যুট করার বিষয়ে কড়া বিধিনিষেধ জারি করেন।