TRENDING:

Viral Video: কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

Last Updated:

পেশায় তিনি একজন ক্রীড়াবিদ। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর হাজার হাজার ফলোয়ার। কিন্তু এই সোশ্যাল মিডিয়া তারকাকে কেন টারজানের সঙ্গে তুলনা করা হচ্ছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: টারজানের গল্প তো সকলেই জানেন! শৈশব থেকেই জঙ্গলে থাকত সে। পশুদের ভাষাতেই কথা বলতে শিখেছিল। এমনকী দুই পায়ে নয়, বরং হাঁটত চার পায়ে। এমনকী অনেক সময় হাঁটার পরিবর্তে লাফিয়ে লাফিয়ে চলত সে। আসলে টারজান জানত না যে, সে মানুষ। কিন্তু এটা তো ছিল একটি কাল্পনিক চরিত্র! কিন্তু বাস্তবে আজকের দিনেও রয়েছে টারজান! আজ বাস্তবের সেই টারজানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।
কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
advertisement

আরও পড়ুন- তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসে চমকে দিয়েছেন হরিশ সালভে; পাত্রী সম্পর্কে জানুন বিস্তারিত

বাস্তবের টারজানের নাম ম্যাথিউ ঝাং। তিনি অবশ্য কোনও বনে থাকেন না। বরং তাঁর বাস লস অ্যাঞ্জেলসের হাওয়াইতে। এখানেই শেষ নয়, শহুরে এই টারজান আবার সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। পেশায় তিনি একজন ক্রীড়াবিদ। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর হাজার হাজার ফলোয়ার। কিন্তু এই সোশ্যাল মিডিয়া তারকাকে কেন টারজানের সঙ্গে তুলনা করা হচ্ছে?

advertisement

আরও পড়ুন– এক সময় প্রথম সারির প্রভাবশালী ভারতীয়দের তালিকায় ছিল নাম, কীভাবে সব শেষ হল ‘সাহারাশ্রী’ সুব্রত রায়ের

আসলে তাঁর কাজগুলির সঙ্গে টারজানের অনেক মিল পাওয়া গিয়েছে। কী রকম? টারজান যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেই অ্যাপার্টমেন্টে ওঠার জন্য তিনি সিঁড়ি ব্যবহার করেন না। ব্যালকনি দিয়ে লাফিয়ে লাফিয়েই অ্যাপার্টমেন্টে ওঠেন তিনি। ম্যাথিউর অ্যাকাউন্টে এমন অনেক ভিডিও রয়েছে, যেখানে তাঁকে লাফ দিতে দেখা গিয়েছে। এমনকী, কোথাও যাওয়ার থাকলে তিনি হাঁটেন না। বরং সব সময় লাফিয়ে লাফিয়েই এ-দিক সে-দিক যান। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, লাফিয়ে লাফিয়ে নিজের অ্যাপার্টমেন্টে উঠছেন ম্যাথিউ। আর সবথেকে মজার বিষয় হল, সব সময় কালো বক্সার পরেই দেখা যায় ম্যাথিউকে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

এই ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা। তাঁর এই প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তো তাঁর ভিডিও দেখে বলছেন, “শহুরে টারজান।” তবে অনেকেই আবার বিষয়টাকে ভাল ভাবে নিচ্ছেন না। তাঁদের বক্তব্য, “ম্যাথিউর এই কাজকর্মের জন্য নিশ্চয়ই তাঁর সঙ্গী খুবই বিব্রত বোধ করেন!” তবে যে যা-ই বলুন না কেন, ম্যাথিউ একটা ভিডিও আপলোড করলে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল