জানা যায়, নিজের বাড়িতেই ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ করেই একটা শব্দ শুনতে পান। খাটের পাশে কিছু একটা রয়েছে বলে মনে হয় তাঁর। কিন্তু প্রথমে খুব একটা পাত্তা দেন না। কিন্তু ফের নড়াচড়া করার শব্দ পান। এর পরেই তিনি দেখেন ঘরে ঢুকে বসে রয়েছে ৬ ফুট লম্বা এক কোবরা। সাপ দেখেই চক্ষু চড়কগাছ। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। সেই সুযোগে ঘরে রাখা পুরনো একটি যন্ত্রের মধ্যে ঢুকে পড়ে কোবরা।
advertisement
এর পর সাপ ধরার জন্য খবর দেওয়া হয় এক ব্যক্তিকে। সাপ ধরাতে ট্রেনিং প্রাপ্ত ওই ব্যক্তি এসে ধীরে ধীরে কৌশলে কোবরাকে বের করেন বাইরে। হাতে নিতেই চমকে যান তিনিও। বিশাল আয়তনের এই সাপ কী করে এল ঘরে? বর্ষাকালে সাপের উৎপাত একটু বেশিই হয়। নানা সময় বাড়িতে সাপ ঢুকে পড়তে দেখা যায় এই সময়। ঘটে যায় নানা অঘটন। কিন্তু তাই বলে একেবারে বেডরুমে ঢুকে বসে থাকবে! তবে একটুর জন্য হল প্রাণে বেঁচেছেন ওই ব্যক্তি। ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে।