TRENDING:

Viral Video: বিয়েতে শাশুড়ির 'ফূর্তি' দেখে বৌমার মুখ লাল! দুরন্ত গতিতে ভাইরাল

Last Updated:

ছেলে করছে বিয়ে, আনন্দে নেচে স্টেজ কাঁপালেন মা (Viral Video)!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিয়ের মরসুমে একের পর এক বিয়ের ভিডিওতে মজে নেটিজেনরা (Viral Video)৷ বিয়ে মানেই তো আনন্দ আর চূড়ান্ত হৈচৈ৷ তার সঙ্গে জুড়েছে নাচ-গান৷ বিয়েবাড়িতে উপস্থিত সকলেই তাতে অল্পবিস্তর সামিল হন৷ বিশেষ করে অবাঙালি বিয়েতে অনেকটা রীতি মেনেই হয় এই নাচ-গান৷ আর বলিউডের ছবির দৌলতে নাচ-গান ছাড়া যেন এখন বিয়ের অনুষ্ঠান সম্পন্নই হয় না৷ বিশাল আয়োজন করা হয় সেই মতো৷ বাদ যান না পাত্র-পাত্রী৷ তবে যেই বিয়ের কথা বলা হচ্ছে, সেখানে দেখা গেল ছেলের বিয়েতে মায়ের নাচ৷ যা দেখে চক্ষুচড়ক গাছ বৌমার! তবে সবাইকে অবাক করে একেবারে মন খুলে নেচে মাত করলেন বরের মা (Viral marriage video)৷
ভাইরাল ভিডিও...
ভাইরাল ভিডিও...
advertisement

আরও পড়ুন Viral Video: বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী! ভাইরাল হল ভিডিও...

সাধারণত বিয়ের অনুষ্ঠানে পাত্র বা পাত্রীর মা-বাবার কাজ থাকে বিস্তর৷ তাই মোটের উপর তারা বিয়ে বাড়ির কাজেই ব্যস্ত থাকেন তাঁরা৷ তবে ব্যতিক্রম যে হয় না তা নয় (Viral wedding video)৷ যেই বিয়ের উল্লেখ করা হচ্ছে সেখানেই কাজকর্ম সেরে ছেলের মা স্টেজে উঠে পড়লেন, নাচতে৷ ছেলের বৌয়ের সামনেই চলল তাঁর প্রাণ খোলা নাচ৷ কাঁচা-পাকা চুল, পরনে সালওয়ার কামিজ৷ ছেলেকে বিয়ে দিয়ে তিনি দারুণ খুশি৷ আর সেই মনোভাব ধরা পড়ল বিয়ের দিন৷ শাশুড়ি বলে একটু সংযত থাকবেন, এমন মতে বিশ্বাসী নন তিনি৷ তাই তো তাঁর নাচের মধ্যেই ধরা দিল তাঁর আনন্দ৷ একটুই ইতস্তত না করে গানের সঙ্গে জম্পেশ নাচ দিলেন ছেলের মা! উপস্থিত সকলে খুবই উপভোগ করলেন৷ এমনকী টাকাও ছড়ানো হল৷

advertisement

ভাইরাল ভিডিওতে (viral video) দেখা গিয়েছে যে, বৌমা বসে আছেন স্টেজে৷ সবেমাত্র এনগেজমেন্ট সেরিমনি হয়েছে৷ আর তখনই স্টেজে উঠে পড়লেন শাশুড়িমা৷ হাল্কা গোলাপি পোশাক পরেছিলেন তিনি৷ পাঞ্জাবি গানে শুরু করে দিলেন নাচ৷ এতটাই তার এনার্জি, যা দেখে উপস্থিত সকলে আবাক হলেন৷ আর স্টেজে বসে থাকা বৌমাও মজা পেলেন৷ তিনি নাচলেনও পাক্কা প্রশিক্ষিতদের মতো৷ তালে তাল মিলিয়ে৷ বয়সের কোনও ছাপই পড়ল না তাতে৷ মাকে নাচতে দেখে পাত্রের ভাই অর্থাৎ নতুন বৌমার দেওরও যোগ দিলেন৷ ছেলের সঙ্গেই মা পাল্লা দিয়ে স্টেজ মাতিয়ে দিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসময়ের বিনোদনকেন্দ্র আজ ভগ্নদশায়, পুরুলিয়ার 'বিধান টকিস' চেনে না এমন কেউ নেই
আরও দেখুন

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে এল, তার ক্যাপশন হল মাই রকিং মাদার! যার মানে, আমার সতস্ফূর্ত মা! ভিডিওটি শেয়ার হতেই লক্ষ লক্ষ ভিউ পেয়েছে৷ সঙ্গে প্রচুর কমেন্ট ও লাইক৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েতে শাশুড়ির 'ফূর্তি' দেখে বৌমার মুখ লাল! দুরন্ত গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল