আরও পড়ুন Viral Video: বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী! ভাইরাল হল ভিডিও...
সাধারণত বিয়ের অনুষ্ঠানে পাত্র বা পাত্রীর মা-বাবার কাজ থাকে বিস্তর৷ তাই মোটের উপর তারা বিয়ে বাড়ির কাজেই ব্যস্ত থাকেন তাঁরা৷ তবে ব্যতিক্রম যে হয় না তা নয় (Viral wedding video)৷ যেই বিয়ের উল্লেখ করা হচ্ছে সেখানেই কাজকর্ম সেরে ছেলের মা স্টেজে উঠে পড়লেন, নাচতে৷ ছেলের বৌয়ের সামনেই চলল তাঁর প্রাণ খোলা নাচ৷ কাঁচা-পাকা চুল, পরনে সালওয়ার কামিজ৷ ছেলেকে বিয়ে দিয়ে তিনি দারুণ খুশি৷ আর সেই মনোভাব ধরা পড়ল বিয়ের দিন৷ শাশুড়ি বলে একটু সংযত থাকবেন, এমন মতে বিশ্বাসী নন তিনি৷ তাই তো তাঁর নাচের মধ্যেই ধরা দিল তাঁর আনন্দ৷ একটুই ইতস্তত না করে গানের সঙ্গে জম্পেশ নাচ দিলেন ছেলের মা! উপস্থিত সকলে খুবই উপভোগ করলেন৷ এমনকী টাকাও ছড়ানো হল৷
advertisement
ভাইরাল ভিডিওতে (viral video) দেখা গিয়েছে যে, বৌমা বসে আছেন স্টেজে৷ সবেমাত্র এনগেজমেন্ট সেরিমনি হয়েছে৷ আর তখনই স্টেজে উঠে পড়লেন শাশুড়িমা৷ হাল্কা গোলাপি পোশাক পরেছিলেন তিনি৷ পাঞ্জাবি গানে শুরু করে দিলেন নাচ৷ এতটাই তার এনার্জি, যা দেখে উপস্থিত সকলে আবাক হলেন৷ আর স্টেজে বসে থাকা বৌমাও মজা পেলেন৷ তিনি নাচলেনও পাক্কা প্রশিক্ষিতদের মতো৷ তালে তাল মিলিয়ে৷ বয়সের কোনও ছাপই পড়ল না তাতে৷ মাকে নাচতে দেখে পাত্রের ভাই অর্থাৎ নতুন বৌমার দেওরও যোগ দিলেন৷ ছেলের সঙ্গেই মা পাল্লা দিয়ে স্টেজ মাতিয়ে দিলেন৷
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে এল, তার ক্যাপশন হল মাই রকিং মাদার! যার মানে, আমার সতস্ফূর্ত মা! ভিডিওটি শেয়ার হতেই লক্ষ লক্ষ ভিউ পেয়েছে৷ সঙ্গে প্রচুর কমেন্ট ও লাইক৷