অমৃতসর পূর্ব নির্বাচনী এলাকার মকবুলপুরা নামে এক গ্রামে এই ভাইরাল ভিডিওটি ঘটেছে। রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন যুবতী। তাঁকে স্তম্ভিত বলেই মনে হচ্ছে। রাস্তায় চলতে গেলে অসুবিধা হচ্ছে, এমন টলছেন যে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তিনি। এই এলাকাটি চিরকালীন মাদক সেবন এবং আসক্তদের সমস্যার জন্য কুখ্যাত।
advertisement
মকবুলপুরা শিখ ধর্মের মানুষ বেষ্টিত এক গ্রাম। মাদক সেবন এবং আসক্তদের সমস্যার জন্য জর্জরিত এলাকার পুলিশ। বারম্বার পুলিশ আসক্তি থেকে মুক্ত করার প্রচেষ্টা- 'ড্রাইভ' চালু করেও কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অভিনয় করলেই বিপদ! বিস্ফোরক দাবি পাক অভিনেতা আলি জাফরের
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রবিবার মকবুলপুরা থানা পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে। প্রত্যেক ঘটনার সাপেক্ষে আলাদা আলাদা এফআই আর দায়ের করেছে। ঘটনাচক্রে ১২জনকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে, তাঁদের জেরা করা চলছে। ৫টি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন: গলা সমান জলে দাঁড়িয়ে চরম ট্রোলড পাকিস্তানি সাংবাদিক! মুহূর্তে ভাইরাল সেই ভিডিও
আপ এমএলএ জিভেনজৌত কৌর, যিনি অমৃতসর পূর্ব আসনের প্রতিনিধিত্ব করেন তিনি বলেছেন যে মামলার তদন্ত চলছে।