লাল লেহেঙ্গা, লাল ওড়ানা, গা ভর্তি গয়নায় মোড়া নতুন বউ! ফুলশয্যার রাত নিয়ে চরম উন্মাদনা ছিল আগেই। স্বামীও কম উত্তেজিত ছিলেন না। কিন্তু আচমকাই ছন্দপতন। তাঁদের সমস্ত পরিকল্পনায় পড়ল ঠান্ডা জল। ফুলশয্যার রাতে ঘরের দরজায় টোকা পড়ল। কী হল?
তবে গোড়া থেকেই বলা যাক। এক দম্পতির ভিডিও সদ্য শেয়ার হয়েছে ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে ঘরের কোণায় একটা চেয়ারে বেজার মুখে বসে রয়েছেন বর। মাটিতে ঘাগড়া-চোলি, মাথায় ঘোমটা টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নতুন বউ। কারণ? তাঁদের ফুলশয্যার খাট দখল করে বসে বাড়ির অন্যান্য সদস্যরা! কেউ বা বসে গল্প করছেন, কেউ বা নাক ডেকে ঘুমাচ্ছেন।
advertisement
ফুলশয্যার রাত নতুন বর বউয়ের। এটা তাদের-ই বিশেষ মুহূর্ত! অথচ এই দম্পতির দশায় মশা! যেই না রাত বাড়তে লাগল, অমনি দরজায় পড়ল টোকা। থরফর করে উঠে দরজা খুলতেই চোখ কপালে। ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন বাড়ির একগাদা সদস্য। তাঁরাই দখন নিলেন ফুলশয্যার খাটের। বর- বউয়ের ফুলশয্যার সব স্বপ্নই মাঠে মারা গেল। তাঁদের খাটে রাজ জমালেন বাড়ির অন্যান্য সদস্যরা, আর তারা মাটিতে বসে ফুলশয্যার রাত কাটালেন।