ওই মহিলার নাম কেটি হারলে। আমেরিকান মহিলা। তিনি একজন টিকটক স্টার। সেখানেই বাচ্চাকে কাঁচা মাংস খাওয়ানোর ভিডিও আপলোড করেছেন কেটি। টিকটকে তাঁর ফলোয়ার অনেক। সেই সংখ্যা বাড়তেই কি এই কাজ করলেন মহিলা। ভিডিও দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া। কড়া সমালোচনা করেছেন ওই মহিলার নেটিজেনরা।
advertisement
ভিডিওতে(Viral Video) দেখা যাচ্ছে ৬ মাসের সন্তানকে এক টুকরো কাঁচা মাংস হাতে ধরিয়ে দিয়েছেন কেটি। বাচ্চাটি মজাদার খাবার পেয়ে মাংসটি খেতেও শুরু করেছে। যদিও এই কাঁচা মাংস আগে থেকেই কিছুটা প্রসেস করা থাকা। বিদেশে প্রাপ্ত বয়স্করা অনেকেই এই মাংস খান। কিন্তু ছ মাসের শিশুর জন্য এই খাবার একেবারেই ঠিক নয়।
আরও পড়ুন: স্বামীদের ডিভোর্স দিয়ে সহবাস দুই মহিলার ! খুঁজছেন নতুন পুরুষ! এক পুরুষকেই বিয়ে করতে চান তাঁরা!
এই সময় ওই শিশুর লিভারের জন্য একেবারেই উপযুক্ত নয় এই খাবার। নানা রকম সমস্যায় পড়তে হতে পারে তাকে। কাঁচা মাংস খাওয়ানোর ভিডিও(Viral Video) দেখেই সকলে রাগে ফেটে পড়েন। ভিডিও শেয়ার করে অনেকেই লিখেছেন, "বিখ্যাত হতে গিয়ে নিজের সন্তানের জীবন নিয়ে খেলছে মা।" আবার কেউ লিখেছেন, "ওই মহিলার শাস্তি হওয়া উচিত।" আবার কেউ বলেছেন, "এই টিকটক স্টারের কী মাথা খারাপ নাকি?" নানা রকম সমালোচনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আপাতত এই ভিডিও ভাইরাল।