TRENDING:

Viral Video: ছ'মাসের শিশুকে কাঁচা মাংস খাওয়াচ্ছে মা ! ভাইরাল ভিডিও দেখে অবাক বিশ্ব

Last Updated:

Viral Video: নেট দুনিয়ায় কড়া সমালোচনা মহিলার ! ভাইরাল ভিডিও ভয় ধরাবে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল: বাচ্চাদের খাবার আর বড়দের খাবারের মধ্যে সব সময় একটা তফাত থাকে (Viral Video)। প্রথমত শিশুদের বিশেষ করে ১ থেকে ১২ মাস পর্যন্ত বাচ্চাদের খাবারের দিকে সঠিক নজর দেওয়া দরকার। তাঁদেরকে যা ইচ্ছে তাই খেতে দেওয়া যায় না। শিশু শরীরে কতটা খাবার হজম করার ক্ষমতা আছে তা বুঝেই দিতে হয় সঠিক পুষ্টি। কারণ এই সময় তাদের শরীর থাকে একেবারে অন্যরকম। সঠিক যত্ন নিলেই ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য ঠিক থাকে। এ কথা সকলেই জানেন। সেই মত বাচ্চাকে সকলে খাবার দেন। শিশুর ছয় মাস বয়স হয়ে গেলে তার সঠিক পুষ্টির দিকেও নজর দিতে হয়। কিন্তু তাই বলে দুধের শিশুকে কাঁচা মাংসের টুকরো দিয়ে দেবেন? হ্যাঁ এমন কাণ্ডই ঘটিয়েছেন এক মহিলা।
photo source collected
photo source collected
advertisement

ওই মহিলার নাম কেটি হারলে। আমেরিকান মহিলা। তিনি একজন টিকটক স্টার। সেখানেই বাচ্চাকে কাঁচা মাংস খাওয়ানোর ভিডিও আপলোড করেছেন কেটি। টিকটকে তাঁর ফলোয়ার অনেক। সেই সংখ্যা বাড়তেই কি এই কাজ করলেন মহিলা। ভিডিও দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া। কড়া সমালোচনা করেছেন ওই মহিলার নেটিজেনরা।

advertisement

ভিডিওতে(Viral Video) দেখা যাচ্ছে ৬ মাসের সন্তানকে এক টুকরো কাঁচা মাংস হাতে ধরিয়ে দিয়েছেন কেটি। বাচ্চাটি মজাদার খাবার পেয়ে মাংসটি খেতেও শুরু করেছে। যদিও এই কাঁচা মাংস আগে থেকেই কিছুটা প্রসেস করা থাকা। বিদেশে প্রাপ্ত বয়স্করা অনেকেই এই মাংস খান। কিন্তু ছ মাসের শিশুর জন্য এই খাবার একেবারেই ঠিক নয়।

advertisement

আরও পড়ুন: স্বামীদের ডিভোর্স দিয়ে সহবাস দুই মহিলার ! খুঁজছেন নতুন পুরুষ! এক পুরুষকেই বিয়ে করতে চান তাঁরা!

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এই সময় ওই শিশুর লিভারের জন্য একেবারেই উপযুক্ত নয় এই খাবার। নানা রকম সমস্যায় পড়তে হতে পারে তাকে। কাঁচা মাংস খাওয়ানোর ভিডিও(Viral Video) দেখেই সকলে রাগে ফেটে পড়েন। ভিডিও শেয়ার করে অনেকেই লিখেছেন, "বিখ্যাত হতে গিয়ে নিজের সন্তানের জীবন নিয়ে খেলছে মা।" আবার কেউ লিখেছেন, "ওই মহিলার শাস্তি হওয়া উচিত।" আবার কেউ বলেছেন, "এই টিকটক স্টারের কী মাথা খারাপ নাকি?" নানা রকম সমালোচনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আপাতত এই ভিডিও ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ছ'মাসের শিশুকে কাঁচা মাংস খাওয়াচ্ছে মা ! ভাইরাল ভিডিও দেখে অবাক বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল