দেখা যায় তন্দুরে ঢালার আগে বারবার রুটিতে থুতু ফেলছেন ওই ধাবা কর্মী ৷ এ আবার কেমন ধরনের তন্দুরি রুটি বানানো ! ঘেন্নায় অনেকেরই বমি এসে গিয়েছে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল ৷ ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি ৷ অনেকেই হয়তো ভাবছেন, এই ভিডিও দেখার পর আর রাস্তার দোকানের তন্দুরি রুটি খাবেন কী না ৷ নেটিজেনরা প্রত্যেকেই ওই অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন ৷
advertisement
ট্যুইটারে একজন ইউজার লিখেছেন, ‘‘ আমি বুঝি না, কেন এমন করেছে ও ? কী করে এমন কাজটা করে কেউ !’’ আরেকজন লেখেন, ‘‘ মারাত্মক ঘটনা ! এর জন্যই আমি নিজের খাবার নিজেই বানাতে পছন্দ করি ৷ অনেকেই ওই ফুড জয়েন্টের মালিক এবং অন্যান্য কর্মীদের দোষারোপ করেছেন ৷ কারণ দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও কেউ কোনও পদক্ষেপ নেয়নি ধাবার ওই কর্মীর বিরুদ্ধে ৷
advertisement
Location :
First Published :
October 18, 2021 7:20 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: এ কী দৃশ্য ! তন্দুরি রুটি বানানোর সময় তাতে থুতু ফেলছেন রেস্তোরাঁর কর্মী, দেখুন ভাইরাল ভিডিও