TRENDING:

Viral Video: এ কী দৃশ্য ! তন্দুরি রুটি বানানোর সময় তাতে থুতু ফেলছেন রেস্তোরাঁর কর্মী, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of a Man Spits On Tandoori Roti: দেখা যায় তন্দুরে ঢালার আগে বারবার রুটিতে থুতু ফেলছেন ওই ধাবা কর্মী ৷ এ আবার কেমন ধরনের তন্দুরি রুটি বানানো !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজিয়াবাদ: ধাবা বা রেস্তোরাঁয় বসে তন্দুরি রুটি খেতে কে না পছন্দ করেন ৷ তবে সম্প্রতি গাজিয়াবাদের একটি রাস্তার ধারের ধাবার ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি তন্দুরি রুটি বানানোর সময় তার মধ্যে থুতু ফেলছেন ৷ ঘটনাটি বারবার ঘটতে দেখেই সামনে বসা এক গ্রাহক এর ভিডিও তুলে রাখেন ৷ বেশ কয়েকবার রুটিতে থুতু ফেলতে দেখেন ওই ব্যক্তিকে ৷ বিষয়টা প্রথমে দেখে হকচকিয়ে গিয়েছিলেন ৷ এরপর অবশ্য ঘটনার প্রমাণ হিসেব তার ভিডিও তুলে রাখেন (Man Spits On Tandoori Roti While Cooking in Ghaziabad Dhaba) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

দেখা যায় তন্দুরে ঢালার আগে বারবার রুটিতে থুতু ফেলছেন ওই ধাবা কর্মী ৷ এ আবার কেমন ধরনের তন্দুরি রুটি বানানো ! ঘেন্নায় অনেকেরই বমি এসে গিয়েছে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল ৷ ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি ৷ অনেকেই হয়তো ভাবছেন, এই ভিডিও দেখার পর আর রাস্তার দোকানের তন্দুরি রুটি খাবেন কী না ৷ নেটিজেনরা প্রত্যেকেই ওই অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

ট্যুইটারে একজন ইউজার লিখেছেন, ‘‘ আমি বুঝি না, কেন এমন করেছে ও ? কী করে এমন কাজটা করে কেউ !’’ আরেকজন লেখেন, ‘‘ মারাত্মক ঘটনা ! এর জন্যই আমি নিজের খাবার নিজেই বানাতে পছন্দ করি ৷ অনেকেই ওই ফুড জয়েন্টের মালিক এবং অন্যান্য কর্মীদের দোষারোপ করেছেন ৷ কারণ দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও কেউ কোনও পদক্ষেপ নেয়নি ধাবার ওই কর্মীর বিরুদ্ধে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: এ কী দৃশ্য ! তন্দুরি রুটি বানানোর সময় তাতে থুতু ফেলছেন রেস্তোরাঁর কর্মী, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল