পায়ে এবং গলায় দড়ি বাঁধা এক গরুর। তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কয়েক জন। কিন্তু গরু তো নড়তেই চায় না। তারপরেই দড়ি ছেড়ে পালানোর চেষ্টা করতেই ঘটে বিপদ। একজন নীল টি-শার্ট পরা ব্যক্তি গরুটির লেজ টেনে তাকে ধরে রাখতে চায়। এরপর গরুটির লেজ ধরে ঘুরিয়ে দেন তিনি। তারপরেই গরু দেয় মোক্ষম জবাব। আচমকা ক্ষেপে গিয়ে ব্যক্তিকে পিছন ঘুরে এসে গুঁতিয়ে দেয়। তারপরে তাঁকে দেওয়ালে চেপে ধরে, তাঁর উপরে ওঠে, একেবারে বেসামাল অবস্থা করে ব্যক্তির। চারিদিকের মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পরেন। যদিও ভিডিওটি এতটুকুই।
আরও পড়ুন : শহর থেকে একটু দূরে উইকেন্ড ডেস্টিনেশন
আরও পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই বলিসুন্দরীরা
ঘটনাটি কোথাকার, তা জানা যায়নি এখনও। তবে নেটমাধ্যমে ভিডিওটি ভাইরাল। কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। কেউ বলেন, "ঠিক যেমন কর্ম, তেমন ফল", আবার অন্য একজন বলেন, "পশুকে সম্মান করা উচিৎ, গরুটি অত্যাচারের শাস্তি দিয়েছে।"