TRENDING:

Viral Video : গরুকে লাথি, লেজ ধরে টান! তারপরেই জীবনের চরম শিক্ষা পেল যুবক, রইল ভিডিও

Last Updated:

Viral Video : আচমকা ক্ষেপে গিয়ে ব্যক্তিকে পিছন ঘুরে এসে গুঁতিয়ে দেয়। তারপরে তাঁকে দেওয়ালে চেপে ধরে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছোটবেলা থেকেই এই শিক্ষায় বড় হয়ে ওঠে সব শিশু, পশুকে অত্যাচার করা উচিৎ নয়। যখন ছেলেবেলায় চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাওয়া হয় শিশুদের, তখন শেখানো হয় এই অমূল্য কথাগুলো। ওদেরও আবেগ থাকে, ওদেরকে বিরক্ত করলেও রেগে যায় ওরা। ঠিক সেইরকম ঘটনাই ঘটতে দেখা গেল নেটমাধ্যমে। নেটমাধ্যমে এক ভিডিও চরম ভাইরাল, তাতে ক্যাপশনে লেখা "পশুদের সঙ্গে বিরোধ"। কেমন বিরোধ?
advertisement

পায়ে এবং গলায় দড়ি বাঁধা এক গরুর। তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কয়েক জন। কিন্তু গরু তো নড়তেই চায় না। তারপরেই দড়ি ছেড়ে পালানোর চেষ্টা করতেই ঘটে বিপদ। একজন নীল টি-শার্ট পরা ব্যক্তি গরুটির লেজ টেনে তাকে ধরে রাখতে চায়। এরপর গরুটির লেজ ধরে ঘুরিয়ে দেন তিনি। তারপরেই গরু দেয় মোক্ষম জবাব। আচমকা ক্ষেপে গিয়ে ব্যক্তিকে পিছন ঘুরে এসে গুঁতিয়ে দেয়। তারপরে তাঁকে দেওয়ালে চেপে ধরে, তাঁর উপরে ওঠে, একেবারে বেসামাল অবস্থা করে ব্যক্তির। চারিদিকের মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পরেন। যদিও ভিডিওটি এতটুকুই।

advertisement

আরও পড়ুন : শহর থেকে একটু দূরে উইকেন্ড ডেস্টিনেশন

আরও পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই বলিসুন্দরীরা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘটনাটি কোথাকার, তা জানা যায়নি এখনও। তবে নেটমাধ্যমে ভিডিওটি ভাইরাল। কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। কেউ বলেন, "ঠিক যেমন কর্ম, তেমন ফল", আবার অন্য একজন বলেন, "পশুকে সম্মান করা উচিৎ, গরুটি অত্যাচারের শাস্তি দিয়েছে।"

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : গরুকে লাথি, লেজ ধরে টান! তারপরেই জীবনের চরম শিক্ষা পেল যুবক, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল