ভারতে আইফোন ১৫ প্রোর দাম এক লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা! এর পর ফোনের মেমোরি অনুযায়ী বাড়বে এই ফোনের দাম! যোধপুরের এক ভিখারি কিনে ফেলল আইফোন প্রো! গোটা ভিডিও দেখলে অবাক হবেন! সারা শরীরে কালিঝুলি মাখা! ছেড়া ফাটা জামা-কাপড়! কাঁধে দুটো বস্তা চাপিয়ে এক যুবক ঢুকে পড়ল আইফোনের শোরুমে। প্রথমে তো তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু সে আইফোন কিনবে শুনে একটু চমকেই যায় দোকানদার! অবশেষে তাঁকে ঢুকতে দেওয়া হয়!
advertisement
আরও পড়ুন: গলা পর্যন্ত মদ খেয়ে একী করল যুবক! কলকাতার নাইট-ক্লাবের ভিডিও তুমুল ভাইরাল
ভিখারি যুবকের কাঁধে থাকা বস্তা দোকানে গিয়ে খুলে দেখায়! তাতে রয়েছে লাখ টাকার বেশি ১ থেকে দশের কয়েন। সেই কয়েন দিয়েই সে কিনতে চায় আইফোন ১৫। যুবকের ইচ্ছে দেখে অবাক সকলে। এর পর গোটা দোকানের কর্মীরা মিলে সেই কয়েন গোনা শুরু করলেন। বহুক্ষণ ধরে কয়েন গুনে দেখা গেল যুবকের ওই বস্তাতে আইফোন ১৫ প্রো কেনার পয়সা রয়েছে। এই লাখ টাকার বেশি খুচরো পয়সা নিয়ে, নতুন আইফোন ১৫ প্রো যুবকের হাতে তুলে দেয় দোকানদার।
এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। তবে সত্যিই কী ওই যুবক ভিখারি? নাকি গোটাটা নাটক। অবেশেষে তথ্য ফাঁস হয়ে দেখা যায় আসলে ওই যুবক একজন ইউটিউবার। সে ভিখারির ছদ্মবেশ নিয়ে আইফোন কিনতে আসে। এটা তাঁর ইউটিউব ব্লগের জন্যই করা! তবে জানা যায়, ওই যুবকের মত আইফোন কেন শুধু যাদের প্রচুর টাকা তারাই কিনবে? পয়সা দিলে ভিখারিও আইফোন কিনতে পারে! এবং সমাজের সকলের সঙ্গে দোকানদারদের সমান ব্যবহার করতে হবে। এই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন যুবকের। সমাজের বড়লোক-গরীব ভেদাভেদ ভুলিয়ে ঐক্যের বার্তা দিতেই এই ভিডিও বানায় ওই ইউটিউবার যুবক!