জানা গিয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিক জেলার এই ঘটনায় এক পেট্রোল পাম্পের একজন মহিলা কর্মীকে জনসমক্ষে এক ব্যক্তি তাড়া করে ছুরিকাঘাত করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ছুরি হাতে ধাওয়া করছে। প্রাণপণ দৌড়ে যাচ্ছেন মহিলা।
আরও পড়ুন: নারীদের কম বয়সি পুরুষদের প্রতি আকর্ষণ কেন? সমীক্ষায় উঠে এল চমকে দেওয়া উত্তর!
advertisement
জানা গিয়েছে, নাসিকের যাদব পেট্রোল পাম্পের ওই মহিলা কর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, জখম মহিলার নাম জুবেদা শেখ (Zubeda Sheikh)। সূত্রের খবর, জনসমক্ষে ওই মহিলার উপর হামলা করে অভিযুক্ত। হামলার সময় পেট্রোল পাম্পের অন্য কর্মী এবং কিছু পথচারী চেষ্টা করেছিলেন ওই মহিলাকর্মীকে বাঁচানোর। কিন্তু আততায়ী অস্ত্র হাতে তাঁদের ভয় দেখাতে শুরু করে। তাতেই পিছিয়ে যান সকলে।
আরও পড়ুন: পায়ে হঠাৎ 'এই' লক্ষণ দেখা দিচ্ছে? সাবধান! মারাত্মক রোগের শিকার হতে পারেন আপনি!
দৌড়ে পালাতে পালাতে এক সময় ওই মহিলা মাটিতে পড়ে যান। সে সময়ই তাঁকে একের পর এক ছুরিকাঘাত করে অভিযুক্ত। সে সময় সাহস করে একজন পথচারী অভিযুক্তের উপর চেয়ার ছুঁড়ে মারেন, যাতে সে ওই মহিলাকে আরও আক্রমণ করতে না পারে। তার পরই অবশ্য অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়। তার পিছন পিছন ধাওয়া করেন বেশ কিছু মানুষ। পেট্রোল পাম্পের কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ধাওয়া করছেন। ততক্ষণে উদ্ধার করা হয় জখম মহিলাকে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
গত এপ্রিলেও এমন এক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছিল। সে বারও এক মহিলাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছিল এক ব্যক্তি। দক্ষিণ পশ্চিম দিল্লির সাগরপুর এলাকার ওই ঘটনায় উঠে এসেছিল একতরফা প্রেমের অভিযোগ। সে বার মহিলাকে বাঁচানো যায়নি।