TRENDING:

Viral Video-Ganesh Puja: পায়ে হাত দিলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশদেব! প্রণাম করলেই ঘটছে অবাক কাণ্ড! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video-Ganesh Puja: এ যেন স্বপ্ন সত্যি! প্রণাম করলেই ঘটছে অবাক কাণ্ড! ভিডিও অবাক করবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গণেশ পুজো! মুম্বই শহরে ধুমধাম করে পালন করা হয় এই পুজো। মুম্বই-এর বেশিরভাগ সেলেবদের বাড়িতেই হয় গণেশ পুজো। সলমন খানের বাড়ির গণেশ পুজো তো সকলের জানা। শুধু সলমন নন, শিল্পা শেট্টি, শাহরুখ খান, অক্ষয় কুমার, নানা পাটেকর থেকে শুরু করে প্রায় সকলেই জাঁকজমক করে গণেশপুজো পালন করেন। তবে এই পুজো আর শুধু মুম্বইতে সীমাবদ্ধ নেই। আমাদের রাজ্যেও ঘটা করে পালন করা হয় গণেশ পুজো। কলকাতাতেও বেশ বড় বড় গণেশ পুজো হতে দেখা যায়! এমনকি জেলাতেও বহু জায়গায় করা হয় গণেশ পুজো। বেশির ভাগ বাড়িতেও পালন করা হয় এই পুজো। দশদিন ধরে চলে গণেশ উৎসব! তবে এবার এই পুজোয় এমন এক ঘটনা ঘটেছে যা আপনাকে চমকে দেবে।
advertisement

মানিকতলার ১৪ নম্বর ওয়ার্ডের গণেশ পুজো দেখলে আপনি অবাক হবেন! এমন গণেশ আগে দেখেননি। মানিকতলার এই ক্লাবের নাম ‘আমরা সবাই’! এই ক্লাবে বড় করেই গণেশ পুজো করা হয়। তবে এ বছর রয়েছে এক বিরাট চমক। ভাবুন তো গণেশ ঠাকুরের পায়ে হাত দিয়ে যেই না প্রণাম করছেন ওমনি যদি গণেশ দেব উঠে দাঁড়িয়ে আপনাকে আর্শীবাদ করেন, তবে কেমন হয়! হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে ‘আমরা সবাই’-এর গণেশ পুজোতে! ভিডিও দেখলে চমকে যাবেন!

advertisement

আরও পড়ুন:  দাম্পত্য অশান্তি! বিয়ে আটকে আছে! আর্থিক কষ্ট! গণেশদেবের কৃপায় হবে ভাগ্য বদল! করুন এই কাজ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু মানুষ! তবে যেই না গণেশ ঠাকুরের পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করছেন, ওমনি উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশ ঠাকুর। হ্যাঁ এক অভিনব স্টাইলে এবার গণেশ মূর্তি তৈরি করেছে এই ক্লাব। গণেশের পা ছুঁলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন তিনি। ১৯ তারিখ ছিল গণেশ পুজো। তবে এই প্যান্ডেলে এখনও বহু মানুষ ভিড় করছেন গণেশ দেবের আর্শীবাদ পেতে! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়। বহু মানুষ এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video-Ganesh Puja: পায়ে হাত দিলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশদেব! প্রণাম করলেই ঘটছে অবাক কাণ্ড! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল