মানিকতলার ১৪ নম্বর ওয়ার্ডের গণেশ পুজো দেখলে আপনি অবাক হবেন! এমন গণেশ আগে দেখেননি। মানিকতলার এই ক্লাবের নাম ‘আমরা সবাই’! এই ক্লাবে বড় করেই গণেশ পুজো করা হয়। তবে এ বছর রয়েছে এক বিরাট চমক। ভাবুন তো গণেশ ঠাকুরের পায়ে হাত দিয়ে যেই না প্রণাম করছেন ওমনি যদি গণেশ দেব উঠে দাঁড়িয়ে আপনাকে আর্শীবাদ করেন, তবে কেমন হয়! হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে ‘আমরা সবাই’-এর গণেশ পুজোতে! ভিডিও দেখলে চমকে যাবেন!
advertisement
আরও পড়ুন: দাম্পত্য অশান্তি! বিয়ে আটকে আছে! আর্থিক কষ্ট! গণেশদেবের কৃপায় হবে ভাগ্য বদল! করুন এই কাজ!
এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু মানুষ! তবে যেই না গণেশ ঠাকুরের পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করছেন, ওমনি উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশ ঠাকুর। হ্যাঁ এক অভিনব স্টাইলে এবার গণেশ মূর্তি তৈরি করেছে এই ক্লাব। গণেশের পা ছুঁলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন তিনি। ১৯ তারিখ ছিল গণেশ পুজো। তবে এই প্যান্ডেলে এখনও বহু মানুষ ভিড় করছেন গণেশ দেবের আর্শীবাদ পেতে! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়। বহু মানুষ এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন।