কী সেই ভিডিও? পুজোর আগে এই ভিডিও কেনই বা তুমুল ভাইরাল। তবে এই ভিডিও দেখলে আপনিও অবাক হয়ে যাবেন! ভিডিওটি অনেক রাতের বেলাতেই করা। এক যুবক নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে! সে একেবারে গলা পর্যন্ত মদ্যপান করে। এরপর সে বেরিয়ে যেতে চায় ওই বার থেকে! সে সময় ম্যানেজার এসে তার কাছে টাকা চাইতে আসে। আর তাতেই ঘটে কাণ্ড। কিছুতেই টাকা দেবে না যুবক। এমনকী ম্যানেজারকে গালাগাল করতে শুরু করে সে! আর এরপরেই তুমুল কাণ্ড ঘটে!
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে কালো জামা পরা এক যুবক এই কাণ্ড ঘটিয়েছে। এর পরেই কয়েকজন যুবক এসে ওই কালো জামা পরা যুবককে ধরে রাস্তায় বের করে আনে। সাত আটজনের বেশি লোক মিলে মারতে থাকে যুবককে। মদ্যপ যুবককে মেরে মাটিতে ফেলে দেয়!
আরও পড়ুন: রূপ-যৌবন ফেরাতে চান? তবে এই পদ্ধতিতে ড্রাগন ফল ব্যবহার করুন! দু’দিনেই ম্যাজিক হবে!
এই ভিডিওতেই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কয়েকজন এসে এই ঝামেলা থামায়। তবে বিল না দিয়েই চলে যায় ওই যুবক। ঠিক এমন একটি ঘটনা কয়েকদিন আগেই উত্তরপ্রদেশেও ঘটেছিল। এই ভিডিও দেখা মাত্র সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা!