TRENDING:

Viral Video: গলা পর্যন্ত মদ খেয়ে একী করল যুবক! কলকাতার নাইট-ক্লাবের ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video: মধ্য রাতে যা ঘটল কলকাতার নাইট ক্লাবে! ভিডিও দেখেই শোরগোল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  পুজোর আর মাত্র কয়েকদিন। উৎসবের আনন্দে মেতে উঠবে কলকাতা! দুর্গা পুজো মানেই খাওয়া-দাওয়া, অঞ্জলি, আড্ডা আরও কত কী! সেই সঙ্গে আবার আড্ডা মানেই হালকা জল-পানের ব্যবস্থা! নাইট ক্লাব, পার্টি! এ সব কিছুই জুড়ে থাকবে! তবে নাইট ক্লাব বা পার্টি শুধু পুজোয় নয় গোটা বছর ধরেই চলে। আর এই নাইট ক্লাব নিয়েই যত কাণ্ড! সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ট্যুইটারে এই ভিডিও শেয়ার হতেই কয়েক লক্ষ ভিউ হয়েছে!
photo source Twitter
photo source Twitter
advertisement

কী সেই ভিডিও? পুজোর আগে এই ভিডিও কেনই বা তুমুল ভাইরাল। তবে এই ভিডিও দেখলে আপনিও অবাক হয়ে যাবেন! ভিডিওটি অনেক রাতের বেলাতেই করা। এক যুবক নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে! সে একেবারে গলা পর্যন্ত মদ্যপান করে। এরপর সে বেরিয়ে যেতে চায় ওই বার থেকে! সে সময় ম্যানেজার এসে তার কাছে টাকা চাইতে আসে। আর তাতেই ঘটে কাণ্ড। কিছুতেই টাকা দেবে না যুবক। এমনকী ম্যানেজারকে গালাগাল করতে শুরু করে সে! আর এরপরেই তুমুল কাণ্ড ঘটে!

advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে কালো জামা পরা এক যুবক এই কাণ্ড ঘটিয়েছে। এর পরেই কয়েকজন যুবক এসে ওই কালো জামা পরা যুবককে ধরে রাস্তায় বের করে আনে। সাত আটজনের বেশি লোক মিলে মারতে থাকে যুবককে। মদ্যপ যুবককে মেরে মাটিতে ফেলে দেয়!

advertisement

আরও পড়ুন: রূপ-যৌবন ফেরাতে চান? তবে এই পদ্ধতিতে ড্রাগন ফল ব্যবহার করুন! দু’দিনেই ম্যাজিক হবে!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই ভিডিওতেই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কয়েকজন এসে এই ঝামেলা থামায়। তবে বিল না দিয়েই চলে যায় ওই যুবক। ঠিক এমন একটি ঘটনা কয়েকদিন আগেই উত্তরপ্রদেশেও ঘটেছিল। এই ভিডিও দেখা মাত্র সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গলা পর্যন্ত মদ খেয়ে একী করল যুবক! কলকাতার নাইট-ক্লাবের ভিডিও তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল