সম্প্রতি একটি ভিডিওতে জঙ্গলের এক ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে । শুধু তাই নয়, পশুদের মধ্যে বন্ধুত্বের ছবিও ধরা পড়েছে ভিডিওটিতে । ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে ঘুরছিল একদল হরিণ ও হনুমান । কিন্তু পশুরা বোঝেইনি যে তাদের অপেক্ষায় বসে আছে একটি হিংস্র চিতাবাঘ । সময় বুঝে সঠিকসময় তাদেরকে আক্রমণ করবে চিতাবাঘটি।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে একা গরিলাকে চেনেন? ৩০ বছর ধরে শপিংমলের খাঁচায় বন্দি এই বন্য পশু
চিতাবাঘ বড়ই ভয়ঙ্কর প্রাণী । এর শিকার করার ধরনই আলাদা । বিভিন্ন সময় এরা বিভিন্ন ভাবে শিকার করে । ঠিক সেই রকমই এই ভিডিওতে গাছের উপরেই লুকিয়ে থাকতে দেখা গিয়েছে এক চিতাবাঘকে। ভিডিওতে দেখা গিয়েছে, সময় বুঝে একটি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র চিতাবাঘটি । আশপাশের থেকে হনুমানের দল হরিণটিকে বাঁচাতে এলেও শেষ রক্ষা হল না । হরিণটির প্রাণ নিয়ে নিল হিংস্র চিতাটি।
জঙ্গলের এই ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা । অন্যদিকে হনুমান দলের হরিণটির প্রতি ভালবাসা দেখেও তাজ্জব হয়েছেন নেটিজেনরা । অরণ্যে বেঁচে থাকা যে কতটা কঠিন সেই চিত্রই ধরা পড়েছে এই ভাইরাল হওয়া ভিডিওতে ।