TRENDING:

হরিণ আর হনুমানের বন্ধুত্ব! একজন বিপদে পড়ায় আরেকজনের অবস্থা দেখলে তাজ্জব হবেন

Last Updated:

জঙ্গল যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অরণ্য  দূর থেকে দেখতে যতটা ভাল লাগে বা জঙ্গলের গল্প শুনতে যতটা ভাল লাগে আদপে কিন্তু অরণ্যের জীবন ততটাই কঠিন । অস্তিত্বের জন্য সংগ্রাম করে বেঁচে থাকাই জঙ্গলের পশুদের প্রধান কাজ । জঙ্গল যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর।
advertisement

সম্প্রতি একটি ভিডিওতে জঙ্গলের এক ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে । শুধু তাই নয়, পশুদের মধ্যে বন্ধুত্বের ছবিও ধরা পড়েছে ভিডিওটিতে । ভিডিওতে দেখা গিয়েছে  জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে ঘুরছিল একদল হরিণ ও হনুমান । কিন্তু পশুরা বোঝেইনি যে তাদের অপেক্ষায় বসে আছে একটি হিংস্র চিতাবাঘ । সময় বুঝে সঠিকসময় তাদেরকে আক্রমণ করবে চিতাবাঘটি।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে একা গরিলাকে চেনেন? ৩০ বছর ধরে শপিংমলের খাঁচায় বন্দি এই বন্য পশু

চিতাবাঘ বড়ই ভয়ঙ্কর প্রাণী । এর শিকার করার ধরনই আলাদা । বিভিন্ন সময় এরা বিভিন্ন ভাবে শিকার করে । ঠিক সেই রকমই এই ভিডিওতে গাছের উপরেই লুকিয়ে থাকতে দেখা গিয়েছে এক চিতাবাঘকে। ভিডিওতে দেখা গিয়েছে,  সময় বুঝে একটি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র চিতাবাঘটি । আশপাশের  থেকে হনুমানের দল হরিণটিকে বাঁচাতে এলেও শেষ রক্ষা হল না । হরিণটির প্রাণ নিয়ে নিল হিংস্র  চিতাটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

জঙ্গলের এই ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা । অন্যদিকে হনুমান দলের হরিণটির প্রতি ভালবাসা দেখেও তাজ্জব হয়েছেন নেটিজেনরা । অরণ্যে বেঁচে থাকা যে কতটা কঠিন সেই চিত্রই ধরা পড়েছে এই ভাইরাল হওয়া ভিডিওতে ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হরিণ আর হনুমানের বন্ধুত্ব! একজন বিপদে পড়ায় আরেকজনের অবস্থা দেখলে তাজ্জব হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল