জীবন নিয়ে এমন খেলার ছবি ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কানপুর মেট্রোপলিসের কোনা থানা এলাকার ভৈরব ঘাটে। সেখানে নিয়মিতই এলাকার যুবকরা এমন স্টান্টবাজি করে থাকেন বলে জানা গিয়েছে।রাস্তায় মোটরবাইক, সাইকেল বা গাড়ি অনেকেই স্টান্ট করে থাকে। সেই সব ভিডিও ভাইরাল হয়। কানপুরে দেখা গিয়েছে আরও মারাত্মক এই স্টান্ট। বৈদ্যুতিক খুঁটিতে দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন যুবকেরা। একে তো এই উচ্চতা থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়াই বিপজ্জনক। তার উপর শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে চড়া মোটেও নিরাপদ নয়।
advertisement
গত কয়েকদিনের টানা বর্ষণে দেশের অধিকাংশ নদ-নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কানপুরেও দ্রুত বাড়ছে গঙ্গার জলস্তর। অথচ, তারই মধ্যে স্থানীয় ভৈরব ঘাটের তীরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মজা করে গঙ্গার স্রোতে ঝাঁপ দিচ্ছেন যুবকরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে নিজেদের জীবনের পরোয়া না করে গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্টান্ট করছেন যুবকরা।
আরও পড়ুন:
মারাত্মক স্টান্টের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, এই স্টান্টের বহু প্রত্যক্ষ দর্শকও ছিলেন। ঘাটে বহু মানুষই এই দৃশ্য উপভোগ করছেন অনেকে। কাউকেই বাধা দিতে দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে প্রশাসনিক গাফিলতিরও। ঘাটে এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে যে কোনও বিপদ ঘটতে পারে। সেই দায় নেবেন কে? উঠছে প্রশ্ন!