আরও পড়ুনঃ গাড়ির মধ্যে তুলকালাম! ‘৫ টাকার জন্য’ তুমুল বচসা চালক ও যাত্রীর! ভিডিও ভাইরাল
ভিডিওতে যেখানে এক মধ্যবয়সি ভদ্রলোক অসাধারন ডান্স মুভ দেখিয়ে উপস্থিত সকলকে তাক লাগিয়েছেন। যা দেখে করতালির মধ্যমে সকলে তাঁর অনুপ্রেরণা দেন। হরিয়ানভি গান বাজানো শুরু হতেই তিনি সকলকে আবাক করে নৃত্য পরিবেশন শুরু করেন। মধ্যবয়সি ভদ্রলোক হরিয়ানভি গান ‘হাট জা তাই পাচে নে’-এ দারুন পারফর্ম করেন। তাঁর নাচ মানুষের মন জয় করছে। তাঁর এক্সপ্রেশন এবং ডান্স স্টেপ সত্যিই দেখার মতো।
advertisement
ভিডিওটি ভাইরাল হতেই সকলে লাইক এবং শেয়ার করে তা। ভিডিও-এর ক্যাপশনে লেখা আছে, ‘নাচের কোনও বয়সসীমা নেই।’ এই ভিডিওটি গত ১ ডিসেম্বর শেয়ার করা হয়েছে। এবং বর্তমানে তা ৩ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। একই সঙ্গে সকলে তাঁকে সাধুবাদ জানিয়েছেন বয়স ভুলে এইরকম নৃত্য পরিবেশনের জন্য।