TRENDING:

Viral Video: জমজমাট সন্ধে, রঙিন সন্ধে! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও দুর্বার গতিতে ভাইরাল

Last Updated:

বর্তমানে যে কোনও আনন্দ অনুষ্ঠান নাচ না থাকলে অসম্পূর্ন। অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে ডিজে বাজলে সকলেই পা মেলাতে এগিয়ে আসেন। সোশ্যাল মিডিয়াতে সেইরকমই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বর্তমানে যে কোনও আনন্দ অনুষ্ঠান নাচ না থাকলে অসম্পূর্ন। অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে ডিজে বাজলে সকলেই পা মেলাতে এগিয়ে আসেন। কিছু লোক এত ভাল নাচ করে যে তাঁরা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। সোশ্যাল মিডিয়াতে সেইরকমই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক নেটিজেনরা।
মহেফিলে ঝড়! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও ভাইরাল
মহেফিলে ঝড়! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও ভাইরাল
advertisement

আরও পড়ুনঃ গাড়ির মধ‍্যে তুলকালাম! ‘৫ টাকার জন্য’ তুমুল বচসা চালক ও যাত্রীর! ভিডিও ভাইরাল

ভিডিওতে যেখানে এক মধ‍্যবয়সি ভদ্রলোক অসাধারন ডান্স মুভ দেখিয়ে উপস্থিত সকলকে তাক লাগিয়েছেন। যা দেখে করতালির মধ‍্যমে সকলে তাঁর অনুপ্রেরণা দেন। হরিয়ানভি গান বাজানো শুরু হতেই তিনি সকলকে আবাক করে নৃত‍্য পরিবেশন শুরু করেন। মধ‍্যবয়সি ভদ্রলোক হরিয়ানভি গান ‘হাট জা তাই পাচে নে’-এ দারুন পারফর্ম করেন। তাঁর নাচ মানুষের মন জয় করছে। তাঁর এক্সপ্রেশন এবং ডান্স স্টেপ সত্যিই দেখার মতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভিডিওটি ভাইরাল হতেই সকলে লাইক এবং শেয়ার করে তা। ভিডিও-এর ক্যাপশনে লেখা আছে, ‘নাচের কোনও বয়সসীমা নেই।’ এই ভিডিওটি গত ১ ডিসেম্বর শেয়ার করা হয়েছে। এবং বর্তমানে তা ৩ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। একই সঙ্গে সকলে তাঁকে সাধুবাদ জানিয়েছেন বয়স ভুলে এইরকম নৃত‍্য পরিবেশনের জন‍্য।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: জমজমাট সন্ধে, রঙিন সন্ধে! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও দুর্বার গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল