সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে এখন আর ভাল বা খারাপ, কোনও ঘটনাই ভাইরাল (Viral Video) হতে সময় নেয় না। ঠিক সেইভাবেই এই ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মুহূর্তের মধ্যেই। জানা গিয়েছে, সদ্য সাত পাকে ঘোরা স্ত্রীকে চুম্বনে আবদ্ধ করার কথা পুরোহিতের কাছে প্রথমে জানিয়েছিলেন বরেরই বাবা! সেই কথাতেই সকলে সম্মতি দেন। এরপরে সেই আবদার পুরোহিত নবদম্পতির কাছে পেশ করেন। তবে প্রথমে লজ্জা পেলেও আদরে সোহাগে ভরা আলতো চুমুতে আবদ্ধ হন দু'জনে।
advertisement
আরও পড়ুন: পরনে খাটো ধুতি, বিদেশি স্ট্রিট ডান্সারের সঙ্গে বুড়ো দাদুর তুমুল নাচ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
আরও পড়ুন: কী কাণ্ড! হিন্দি হিট গানের তালে বৌদ্ধ সন্ন্যাসীদের তুমুল নাচ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
ভিডিওটি (Viral Video) ইতিমধ্যেই হাজার হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেখেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, পুরোহিত মশাই হিন্দিতে বলছেন, 'Yeh dono kiss karenge ab'। অর্থাৎ, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'এই দু'জন এখন চুম্বনে আবদ্ধ হবেন'। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে 'shutterdownphotography' নামের একটি পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, 'When totally Rager Dad Kills it!! Check out the hindi version of 'you may kiss the bride’." স্বামী-স্ত্রীর আলতো আদরের মুহূর্ত উপভোগ করেছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্ট বক্সে ভালবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।