কিন্তু পুজো তো প্রবাসে হামেশাই হয়। হঠাৎ কেন এত জনপ্রিয় হল এই ভিডিওটি? আসলে পুরোহিত বাঙালি বা হিন্দু বা ভারতীয় নন মোটেই। এক আফ্রিকান পুরোহিতকে সংস্কৃততে মন্ত্রপাঠ করতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়োই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: কাক কি সত্যিই বেশি ‘বুদ্ধিমান’? যা বললেন বিজ্ঞানীরা… চমকে দেবে উত্তর!
advertisement
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন আফ্রিকান পুরোহিত স্পষ্ট উচ্চারণে সংস্কৃত ভাষায় মন্ত্রপাঠ করে একটি নতুন গাড়ির পুজো দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি এতটাই স্পষ্ট মন্ত্রপাঠ করছেন যে চোখ বুজে শুনলে মনে হবে কোনও ভারতীয় ব্যক্তি পুজো দিচ্ছেন। আর এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এই ভিডিওটি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সেই আফ্রিকান পুরোহিত। গাড়ির বনেট খোলা আর তিনি হাত নাড়িয়ে পুজো দিচ্ছেন গাড়ির। প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। এই ভিডিয়ো দেখে অনেকেই প্রশংসা করেছেন।
ট্যুইটারে এই ভিডিয়োটি পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘আফ্রিকান পণ্ডিত নতুন গাড়ির পুজো দিচ্ছেন।’ সেখানেই অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘কী সুন্দর স্পষ্ট উচ্চারণ করে মন্ত্রপাঠ করছেন। আমাদের এখানকার অনেক পুরোহিত ওঁর মতো উচ্চারণ করতে পারেন না।’ কেউ আবার উনি যেভাবে হাত নাড়িয়ে, মুদ্রা ধরে পুজো করেছেন সমস্ত আচার মেনে সেটার তারিফ করেছেন। কেউ আবার লেখেন, ‘টুইটারে দেখা আজকের সেরা পোস্ট।’
আরও পড়ুন: বিষের সমান ‘এই’ শাক…! পাকস্থলীতে গেলেই বারোটা বাজাবে শরীরের! ভুলেও ছোঁবেন না ‘এঁরা’
মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি, ভিডিও ভাইরাল হয়। কখনও মেট্রোর মধ্যে কোনও ঘটনা, কখনও আবার কোনও শহরের রাজপথে বা বিয়েবাড়ির মজাদার ঘটনা নেটিজেনদের নজর কেড়ে নেয়। এখন তাঁদের মন ছুঁয়ে গেল এই আফ্রিকান পুরোহিতের ভিডিয়ো দেখে। পোস্ট করার পরই নিমেষে ভাইরাল হয়েছে এটি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ এবং লাইক।