মহারাষ্ট্রের গোন্দিয়া জংশনে ঘটে এই দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে নামার সময় ওই মহিলা আচমকা ভারসাম্য হারিয়ে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই পড়ে যান তিনি। ওখানে উপস্থিত এক RPF কর্মীর বিষয়টি চোখে পড়তেই তৎক্ষণাৎ ছুটে আসেন তিনি।
আরও পড়ুন: হাতে-পায়ের এই লক্ষণই বলে দেবে আপনার High কোলেস্টরল! নজর রাখুন! আজই পরীক্ষা করান
advertisement
ছুটে আসেন আশেপাশে থাকা আরও কয়েকজন আরপিএফ কর্মীও। সবাই মিলে ওই মহিলাকে উদ্ধার করা হয়।
ঘটনার পর সকলকে চলন্ত ট্রেনে ওঠা ও নামার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয় রেল কর্তৃপক্ষ। কেউ যেন চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামা না করেন সে বিষয়েও রেলযাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে। বার বার বলা হচ্ছে, এটি যাত্রীদের জন্য মারাত্মক হতে পারে।
advertisement
Location :
First Published :
August 19, 2022 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আচমকা হড়কে গেল পা..., মুহূর্তে হাড়হিম করা দৃশ্য! ভাইরাল ভিডিও