TRENDING:

Viral Video: ৭০ বছরের বৃদ্ধা গঙ্গায় ঝাঁপ দিলেন ব্রিজের ওপর থেকে! তারপর? দেখলে চমকে উঠবেন! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: হরিদ্বারে ঘটল অলৌকিক কাণ্ড! ব্রিজের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন ৭০ বছরের বৃদ্ধা! তারপর? ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিদ্বার:  কথায় বলে বয়স আসলে শুধু মাত্র একটা সংখ্যা। মনের বয়সটাই আসল। মন চাইলে কী না করা যায়! তার প্রমাণ রয়েছে অনেক। সঠিক শরীরচর্চা করলে ৬০ পেরিয়েও বয়সকে ধরে রাখতে পারেন ম্যাডোনা। আবার ৮০ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন বৃদ্ধ। সব কিছুই ইচ্ছের ওপর। ঠিক যেমন ৭০ বছর বয়সে সকলকে অবাক করে ভয়ানক কাণ্ড ঘটালেন এই বৃদ্ধা।
advertisement

হরিদ্বারকে বলা হয় ভগবানের স্থান। বহু মানুষ এখানে ছুটে যান গঙ্গা স্নান করতে। হাজার হাজার মানুষের ভিড় হয় এই ভূমিতে। প্রতিদিন নানা বিচিত্র ছবি ধরা পড়ে এখানে। সম্প্রতি এক ৭০ বছর বয়সী বৃদ্ধার ভিডিও শোরগোল ফেলেছে গোটা দেশে। কী আছে সেই ভিডিওতে? দেখলে আপনিও অবাক হবেন বইকি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরিদ্বারে গিয়েছিলেন এই ৭০ বছরের বৃদ্ধা। গঙ্গা স্নানে। কিন্তু সেখানে গিয়ে এমন কাণ্ড করবেন তা স্বপ্নেও ভাবেননি কেউ। বৃদ্ধাকে দেখা যায় হঠাৎই 'হর কি পাউরি' ব্রিজের ওপর উঠে যেতে। সেখানে উঠে ব্রিজের রেলিংয়ের বাইরে চলে আসেন তিনি। যা দেখে অনেকেই চিৎকার করতে থাকেন। অনেকেই বলতে থাকেন অঘটন ঘটে যাবে ওখান থেকে সরে যান। কিন্তু বৃদ্ধা এক গাল হাসেন। তার পরেই ভগবান শিবের নাম নিয়ে ঝাঁপ দেন গঙ্গায়। না ডুবে মৃত্য বরণ করার জন্য নয়। তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে চলে যান পারে। তারপর ডুব দিয়ে স্নান করেন। যা দেখে অবাক সকল ভক্তরা। কম বয়সের মানুষের এ কাজ করতে ভয় পান। কোন মনের জোরে তিনি এমন কাজ করলেন তা ভেবেই অবাক সকলে। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ৭০ বছরের বৃদ্ধা গঙ্গায় ঝাঁপ দিলেন ব্রিজের ওপর থেকে! তারপর? দেখলে চমকে উঠবেন! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল