নিজের এই পোস্টে ওই মহিলা পুরুষদের বয়স, কোম্পানি, শহর, অর্থাৎ যেখানে তারা বর্তমানে বসবাস করছেন এবং তাঁদের বেতনের অঙ্ক দিয়ে একটি লম্বা তালিকা তৈরি করেছেন। তালিকায় মোট ১৪ জন ব্যক্তি রয়েছেন এবং তাঁদের বেতনের বার্ষিক প্যাকেজ ১৪ লাখ থেকে বার্ষিক ৪৫লাখ পর্যন্ত। এর পাশাপাশি ওই তরুণী তালিকাভুক্ত কয়েকজনের কিছু বৈশিষ্ট্যও উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ, তালিকায় ওই তরুণী উল্লেখ করেছেন পাত্রদের মধ্যে কার টাক আছে, কোন ব্যক্তির উচ্চতা আকর্ষণীয় ইত্যাদি গুণাগুণ।
এই নিয়েই তুমুল প্রতিক্রিয়া দেখা গিয়েছে ট্যুইটার ব্যবহার্যকারীদের মধ্যে। কেউ লিখেছেন, ‘সাজানো বিয়ে হল সবচেয়ে অপমানজনক প্রক্রিয়া যে কেউ লিঙ্গ নির্বিশেষে তার মধ্য দিয়ে যেতে পারে,’ আবার কেউ লিখেছেন, ‘বিয়ের বয়সের প্রাথমিক কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরেও এই মহিলার কাছে অনেক বিকল্প রয়েছে, যা প্রমাণ করে কীভাবে বিবাহের বাজার মহিলাদের প্রতি প্রবলভাবে ঝুঁকছে’। অনেকের ধারণা অবশ্য এটাও যে এই স্ক্রিনশটটি প্রচার করা হচ্ছে, বাস্তবে এটি জালও হতে পারে। রইল তেমনই কিছু মজাদার প্রতিক্রিয়া।
তবে নেটিজেনদের এই নিয়ে প্রতিক্রিয়া যাই হোক না কেন এই ট্যুইটার পোস্ট ঘিরে নেটমাধ্যমে যে ভাইরাল ঝড় উঠেছে সেকথা বলাই বাহুল্য।