ছবিটি শেয়ার করে গ্লেন্ডা জানিয়েছিলেন, একদিন তিনি মন দিয়ে কাজ করছিলেন! আচমকাই শুরু হয় ব্যাঙের ডাক! আওয়াজটা আসছিল বাড়ির পিছনের দিক থেকে। তিনি সেখানে যান, দেখেন নুড়িপাথরের মধ্যে বৃষ্টির জল জমে রয়েছে। ফাঁকে-ফোকড়ে কিছু জলজ গাছ-পাতা, শ্যাওলা! কিন্তু ব্যাঙ কোথায়? অথচ ব্যাঙের ডাক সেখান থেকেই আসছিল! নাছোড়বান্দা গ্লেন্ডা হাল ছাড়েননি, তিনি খুঁজতে শুরু করেন ব্যাঙ! ডাক যখন আসছে, তা হলে ব্যাঙ সেখানে আছেই-আছে! অবশেষে সফল হন গ্লেন্ডা! নুড়ি পাথরের মাঝখান থেকে উদ্ধার করেন ব্যাঙ! এই দেখুন কোথায় লুকিয়ে ছিল ব্যাঙ--
advertisement
খুব ভাল করে নিরীক্ষণ করার পর গ্লেন্ডা দেখেন, তাঁর থেকে এক হাত দূরেই রয়েছে ব্যাঙটি। শ্যাওলা রঙা ব্যাঙটি পুরো মিশে গিয়েছিল নুড়ি পাথরের সঙ্গে অর্থাৎ ক্যামোফ্লাজ করে ছিল। গ্লেন্ডা তৎক্ষণাৎ ছবি তুলে নেন আর নেটিজেনদের উদ্দেশ্যে ব্যাঙ খোঁজার চ্যালেঞ্জ ছুঁড়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।