আসলে ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দাঁড়িয়ে যে কিশোর হাসছে বর্তমানে সে অনেক মেয়ের মনের মণিকোঠায় রাজ করছে। যার এক ঝলক দেখা পেলেই অনেকের মন উত্তেজনায় লাফাতে শুরু করে দেয়। অনেকে ভেসে যায় প্রেমের জোয়ারে। আর এহেন পুরুষের ছোট বেলার ছবি দেখে কী চেনা যাচ্ছে তিনি কে? সোশ্যাল মিডিয়ায় ছবিটা শেয়ার হওয়ার পরেই দ্রুত গতিতে হচ্ছে ভাইরাল। দুই মনের মানুষকে একই ফ্রেমে দেখে নেটিজেনরা আত্মহারা।
advertisement
মিঠাই ধারাবাহিকদের জন্য দুবার ‘দাদাগিরি’ (Dadagiri) র মঞ্চে সৌরভের সঙ্গে সুন্দর সময় কাটাতেও দেখা গিয়েছে আজকের তরুণকে। টলিউডে প্রথম রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)র সিনেমা ‘পরিণীতা’ (Porinita) র প্রমোশনে ‘দাদাগিরি’র মঞ্চে এসে প্রথম বারের জন্যে দাদার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই প্রথমসারির টেলি অভিনেতা। সৌরভ নিজেও জানিয়েছেন অভিনেতা কথা ও গানের গলায় তিনি মুগ্ধ হয়েছেন। অবশ্য মুগ্ধতা আম-বাঙালির ঘরে ঘরেও। আমরা সকলেই টিভিতে দেখতে পেয়েছি তাঁকে বার বার। কিন্তু না টিভিতে বা দাদাগিরির মঞ্চে নয়, তারও আগে যে স্ক্রিন শেয়ার করেছেন দুজনই, সম্প্রতি তা প্রকাশ্যে এল (Viral Photo || Sourav Ganguly)।
আরও পড়ুন : মেয়েদের রাত জেগে ইন্টারনেটের পাঁচ সার্চ! কোনও ভাবে কল্পনাতেও ঠাঁই পাবে না
হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি মিঠাই রানীর 'উচ্ছে বাবু' অর্থাৎ আদৃত রায় (Adrit Roy) এর কথা। নিজের অভিনয় জীবন সিনেমা দিয়ে শুরু করলেও আদৃত তেমন যশ ও প্রশংসা পাননি যা তাঁকে এনে দিয়েছে মিঠাই ধারাবাহিক। একথা কেবল দর্শক নয়, অভিনেতার মা নিজেও জানিয়েছেন। উচ্ছেবাবুকে প্রথম ‘দাদাগিরির’ মঞ্চে সৌরভের সঙ্গে দেখে অনুরাগীরা দারুণ খুশি হয়েছিলেন। দর্শক থেকে নেটিজেন এবার আরও খুশি হলেন এবার (Viral Photo || Sourav Ganguly)।
সম্প্রতি আদৃতের ফ্যান পেজ গুলির মধ্যে একটি পেজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আদৃতের বাচ্চা বয়সের একটি ছবি পোস্ট করা হয়। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্র হয়েছে ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। ইতিমধ্যেই ৫ হাজারের বেশি মানুষ ছবিটি লাইক করেছেন। দুর্বার গতিতে হচ্ছে ভাইরাল। কমেন্ট বক্সে ভিড় বাড়ছে মজাদার সব মন্তব্যের। কৃতজ্ঞতা জানিয়ে ‘ ছবিটা পোস্ট করার জন্য ধন্যবাদ’ ইত্যাদির পাশাপাশি 'দারুণ ফ্রেম' এমন সব মুগ্ধতার আক্ষরিক প্রকাশ বুঝিয়ে দিচ্ছে দুই প্রিয় মানুষের ছবি একসঙ্গে পেয়ে বাঙালি অনুরাগীরা ধন্য।