উপরের এই ছবিটি একবারে দেখে কী মনে হচ্ছে দেখুন তো? ছবিতে কী দেখতে পাচ্ছেন আপনি (Viral Image)? কোনও মেয়ের মুখ? মাথার পিছন দিক থেকে তাকে দেখতে পাচ্ছেন আপনি? নাকি আসলে মেয়ে নয়, এক জন বৃদ্ধের মুখ দেখছেন এই ছবিতে?
advertisement
এই দু’টি মুখই (Viral | Optical Illusion) মূলত সকলে দেখতে পাচ্ছেন এই ছবিতে। কিন্তু প্রথমেই কার মুখ দেখতে পাচ্ছেন আপনি? সেটাই ঠিক করে দেবে আপনার চরিত্র। সামান্য এই ছবিই বলে দিতে পারে আপনার স্বভাব কেমন? তার আগে আরও একবার ভালো করে দেখে নিন ছবিটি।
ছবিটি যদি এক ঝলক দেখে এটি (Viral Image) পিছন দিক থেকে মেয়ের মাথা বলে মনে হয়, তাহলে আপনার মধ্যে সদর্থক এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। তেমনই দাবি করা হয়েছে এই ধাঁধার নির্মাতাদের তরফে। শুধু তাই নয় এই ধাঁধা বলছে, আপনার প্রচুর কৌতূহল, জানার আগ্রহ এবং আপনি অন্যদের সাহায্য করার বিষয়ে সচেষ্ট। যদিও আপনার চরিত্রের আরও একটি দিকও নির্দিষ্ট করে এই বিশ্লেষণ, সেটি হল আপনার ধৈর্যের অভাব।
কিন্তু যদি আপনার এই ছবিটি (Viral | Optical Illusion) এক ঝলক দেখে মনে হয় এটি এক বৃদ্ধের মুখ, তাহলে কী বলবে আপনার চরিত্রের লক্ষণ? এই ধাঁধার নির্মাতারা বলছেন, সেক্ষেত্রে আপনি অপেক্ষাকৃত ঠান্ডা মাথার, সৎ এবং ভরসাযোগ্য মানুষ। এবারে ছবি দেখে আপনি নিজেই বিচার করে নিন, কেমন চরিত্রের (Viral Image) মানুষ আপনি।