TRENDING:

ঘুমোনোর সময় কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ! শৌচাগারের দরজা খুলতেই রীতিমতো মূর্চ্ছা গেলেন গৃহকর্ত্রী

Last Updated:

মধ্যরাতে শৌচাগার থেকে আচমকাই ছপছপ করে আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়েলিংটন: রাতে ঘুমোনোর সময় কোথাও থেকে সামান্য শব্দও কানে এলেও যেন পিলে চমকে যায়। বিশেষ করে বাড়িতে একা থাকার সময় ভয়টা যেন আরও বেশি চেপে বসে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের এক মহিলা। মধ্যরাতে শৌচাগার থেকে আচমকাই ছপছপ করে আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি। আর অমন আওয়াজ শুনে রীতিমতো জ্ঞান হারানোর পরিস্থিতি তৈরি হয় ওই মহিলার।
ঘুমোনোর সময় কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ! শৌচাগারের দরজা খুলতেই রীতিমতো মূর্চ্ছা গেলেন গৃহকর্ত্রী (Photo: Canva)
ঘুমোনোর সময় কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ! শৌচাগারের দরজা খুলতেই রীতিমতো মূর্চ্ছা গেলেন গৃহকর্ত্রী (Photo: Canva)
advertisement

নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাসিন্দা নিকোল চিট্টি। একদিন রাতে এক অদ্ভুত শব্দ পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। আর জেগে উঠে তিনি ঠাহর করেন যে, ওই শব্দটা আসছে তাঁর বাথরুম থেকেই। উঠে বিষয়টি দেখার সিদ্ধান্ত নেন তিনি। সাবধানতার বশবর্তী হয়ে একটি হকি স্টিক হাতে নিয়ে খুলে দেন শৌচাগারের দরজা। অবাক হয়ে দেখেন যে, কভার করা কমোড থেকে সেই শব্দ আসছে।

advertisement

আরও পড়ুন– উড়ন্ত বিমানের সঙ্গে সেলফি তুলতে চান? ঘুরে আসুন ফুকেটের ‘Mai Khao Beach’, প্লেন স্পটিংয়ের সেরা জায়গা

এরপর সমস্ত সাহস এককাট্টা করে কোনওক্রমে টয়লেট সিট খোলেন নিকোল। দেখেন যে, একটি ইঁদুর। তার কারণেই এই শব্দের উপদ্রব। ভয় পেলেও নিকোল বুঝেছিলেন যে, ওই ইঁদুরকে তাঁকে তাড়াতেই হবে।

advertisement

ইয়াহু নিউজ-এর কাছে নিকোল জানিয়েছেন যে, আলো জ্বালিয়ে শৌচাগারের দরজার কাছে দাঁড়িয়েছিলেন এবং অপেক্ষা করেছিলেন। আবার কানে আসে ছপছপ শব্দ। টয়লেটের ঢাকনা বন্ধ থাকায় অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।

এরপরে তিনি আরও বলে চলেন যে, কোনওরকমে টয়লেট সিটের ঢাকনা খুলে দেখা যায় একটি ইঁদুর। নিকোল এরপর বুঝতে পারেন যে, টয়লেট থেকে ইঁদুরটাকে বার করতে হবে। সেই উপায়ই খুঁজতে থাকেন। সাহস জুটিয়ে তিনি হকি স্টিকটি কমোডে রাখেন। এরপর অবাক হয়ে দেখেন যে, ইঁদুরটিতে তাতে আটকে গিয়েছে।

advertisement

আরও পড়ুন– শাড়ি পরে দিব্যি স্কুটি চালিয়ে যাচ্ছেন এক মহিলা, পথচারীদের নজর তাঁর দিকেই; ভাইরাল হল ভিডিও !

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু নিকোলের মনে প্রশ্ন জাগে যে, ইঁদুরটা কমোডে গেল কী করে? প্রথমে ভেবেছিলেন তাঁর পোষ্য বিড়ালই ইঁদুরটিকে ধরে এনেছে। কিন্তু পরে অনুভব করেন যে, বিড়াল তো আর কমোডের ঢাকনা খুলে ইঁদুরটিকে ফেলে দিয়ে আবার বন্ধ করতে পারবেন না। ফলে ইঁদুরটি সেখানে কীভাবে গেল, সেটা নিয়েই ধন্দে নিকোল! তবে ঘটনা যা-ই হোক না কেন, শৌচাগার ব্যবহার করার জন্য আত্মবিশ্বাস ফিরে পেতে বেশ কিছু সময় লেগে গিয়েছিল নিকোলের; এমনটাই জানিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘুমোনোর সময় কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ! শৌচাগারের দরজা খুলতেই রীতিমতো মূর্চ্ছা গেলেন গৃহকর্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল