TRENDING:

Viral News: ৫০ হাজারেরও বেশি টাকা গেল জলে, সৌন্দর্যবৃদ্ধির বদলে মুখে এখন বানরের মতো কালো দাগ!

Last Updated:

Lip Flip Treatment: কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে জেডের ঠোঁটের চারপাশে যে কালো বৃত্তাকার ছোপ দেখা যাচ্ছে, তা দেখেই ভয় পেয়েছেন অনেকে। জেডকে এই ছোপের জন্য অনেকটাই বানরের মতো দেখতে লাগছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেক সময় ভাল কিছু পাওয়ার জন্য করা কাজের ফলাফল খুব হাস্যকরও হতে পারে। হয় তো আশা ছিল ভাল কিছু অর্জনের, কিন্তু সে প্রত্যাশা অচিরেই বদলে যায় এমন হাস্যকর পরিস্থিতিতে যে আমাদের আর কিছু করার থাকে না (Viral News)।
৫০ হাজারেরও বেশি টাকা গেল জলে, সৌন্দর্যবৃদ্ধির বদলে মুখে এখন বানরের মতো কালো দাগ!
৫০ হাজারেরও বেশি টাকা গেল জলে, সৌন্দর্যবৃদ্ধির বদলে মুখে এখন বানরের মতো কালো দাগ!
advertisement

TikTok তারকা জেড সম্প্রতি তাঁর অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, ওই ভিডিওটিতে জেডকে খুবই অদ্ভুত দেখতে লাগছে। জেডের ফ্যানরাও তাঁর এ হেন রূপ দেখে হেসে গড়াগড়ি যাচ্ছেন। অনেকে আবার এমন দশা দেখে জেডের অবস্থা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। কী এমন রয়েছে তাঁর ভিডিওতে? কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে জেডের ঠোঁটের চারপাশে যে কালো বৃত্তাকার ছোপ দেখা যাচ্ছে, তা দেখেই ভয় পেয়েছেন অনেকে। জেডকে এই ছোপের জন্য অনেকটাই বানরের মতো দেখতে লাগছে। আসলে লিপ ফ্লিপ ট্রিটমেন্টের পর এই অবস্থা হয়েছে জেডের। এই অবস্থায় জেড নিজেই তাঁর চেহারাকে 'হোমার সিম্পসন' বলে অভিহিত করেছেন (Lip Flip Treatment)।

advertisement

আরও পড়ুন-Viral News: ইন্টারনেটে একটি বিল আপলোড করেই রাতারাতি ভাইরাল হয়ে গেলেন এই প্লাম্বার! কিন্তু কেন?

ওই Tiktok তারকার বক্তব্য অনুসারে, তিনি তাঁর ঠোঁটে ফ্লিপ ট্রিটমেন্ট করান। এর পরই তাঁর মুখের এই অবস্থা হয়। এর জন্য তাঁর খরচও হয়েছে ৫৭ লক্ষ ৭৪৩ হাজার টাকা।

৫০ হাজারেরও বেশি টাকা গেল জলে, সৌন্দর্যবৃদ্ধির বদলে মুখে এখন বানরের মতো কালো দাগ!

advertisement

আসলে সাধারণ অবস্থায় এই চিকিৎসায় ঠোঁটের চারপাশের ত্বক পুড়ে যায় ফলে ঠোঁটের চারপাশে কালো কালো দাগ তৈরি হয়। কিন্তু জেডের এই দাগ এখন স্থায়ী হয়ে গিয়েছে। যার কারণে তাঁর চেহারা মোটেই আর আকর্ষণীয় লাগছে না। জেড নিজেও বলেছেন যে তাঁর মুখ 'হোমার সিম্পসন'-এর মতো দেখতে লাগছে। যদিও তিনি এতে মোটেও বিরক্ত হননি।

advertisement

আরও পড়ুন-কুতুব মিনারের চেয়ে ৬ গুণ বড় গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, বায়ুমণ্ডলে প্রবেশ করলে ঘটতে পারে মহাবিপর্যয়!

ত্বকের পোড়া ভাব লিপ ফ্লিপ ট্রিটমেন্টের একটি অংশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

জেড বলেছেন যে এই গাঢ় বাদামি বৃত্ত আসলে চিকিৎসার একটি অংশ। যেহেতু এই চিকিৎসায় ত্বক পুড়ে যায় তাই ত্বকের সেই অংশ পুড়ে বাদামি হয়ে যায়। ধীরে ধীরে যখন এটি সেরে যায় তখন ত্বক তার রঙে ফিরে আসতে শুরু করে। জেড জানিয়েছেন, এর পরে, তিনি যে ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বেরিয়ে আসবে। অর্থাৎ তার ঠোঁট অনেকটাই ফুলে যাবে এবং ফ্লিপ হয়ে উঠবে। সোশ্যাল সাইটে ছবি ছাড়া মুখের অবস্থা নিয়ে তিনি যখন লিখেছিলেন, তখন প্রথমে অনেক মানুষই কিছু বুঝতে পারেননি। কিন্তু পরে ছবি শেয়ার করতেই আসল রহস্য বোঝা গেল!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৫০ হাজারেরও বেশি টাকা গেল জলে, সৌন্দর্যবৃদ্ধির বদলে মুখে এখন বানরের মতো কালো দাগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল