শুনতে অবাক লাগলেও ৫০ বছর বয়সে মা হয়ে নজির গড়লেন কেলি ক্লার্ক নামের এক মহিলা। সম্প্রতি এথেন্সের এক চিকিৎসালয় চিকিৎসা করানোর পর এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কেলি। কেলি নিজের ফুটফুটে কন্যা সন্তানের নাম দিয়েছেন লায়লা। প্রথমে কেলির মা হওয়ার বিষয়টি নিয়ে নারাজ ছিলেন তাঁর পরিবারের লোক কিন্তু লায়লার জন্ম হওয়ার পরে পরিবারের প্রত্যেকেই বেশ খুশি মনেই মেনে নিয়েছেন তাকে।
advertisement
আরও পড়ুন : নোনতা বিস্কুটের ধারে খাঁজ থাকে কেন জানেন? কারণ জানলে অবাক হবেন
একটি সংবাদ মাধ্যমকে কেনি জানিয়েছেন, 'যখন আমার বন্ধুরা বিয়ে করে সংসার করেছে তখন আমি আমার কাজ নিয়েই ব্যস্ত থেকেছি । তাই আমার সঠিক সময়ে সন্তান পরিকল্পনা করার সময় হয়নি। তবে এখন আমি মা হওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত।'
৫২ বছরের কেনি ২ বছর আগে জন্ম দেন লায়লার। এথেন্সের এক ফার্টিলিটি ক্লিনিকে চিকিৎসা হয় তাঁর । এক শুক্রাণু দাতার শুক্রাণু ধারণ করেই আইভিএফ প্রক্রিয়ায় সন্তান হয় কেলির । তবে ফার্টিলিটি ক্লিনিকের সঙ্গে একটি চুক্তিও করে নিয়েছেন কেলি ক্লার্ক। সেই চুক্তিতে বলা হয়েছে সঠিক বয়স না হওয়া পর্যন্ত নিজের জন্মের ব্যপারে জানতে পারবে না লায়লা। লায়লাকে পেয়ে অত্যন্ত খুশি কেলি। নাতি নাতনির সঙ্গে সময় কাটানোর বয়সে নিজের মেয়েকে জন্ম দিয়ে সঠিক ভাবে প্রতিপালন করাই এখন কেলির মূল উদ্দেশ্য।