TRENDING:

Viral News: গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে

Last Updated:

Viral News: আম নিয়ে এক মজার খেলায় মজলেন বিহারের মানুষ। সম্প্রতি ট‍্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিহারে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনাঃ গরমে বাঙালির প্রিয় জিনিস হল আম। একটু গরম পড়তেই বাজারে বাজারে বিভিন্ন আম নিয়ে দরদামে লেগে পড়েন খাদ্যরসিকরা। সারা দেশে আমের বিভিন্ন জাত এবং বৈচিত্র্য রয়েছে। এবার সেই আম নিয়ে এক মজার খেলায় মজলেন বিহারের মানুষ। সম্প্রতি ট‍্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিহারে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে
গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে
advertisement

প্রতিযোগিতাটি বিহারের পটনায় রাজ্য-স্তরের আম উৎসবের একটি অংশ ছিল। জ্ঞান ভবনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আম উৎসব ও প্রতিযোগিতায় বিভিন্ন জাতের আম প্রদর্শন করা হয়। পাটনার কৃষি বিভাগ এই প্রতিযোগিতা এবং ইভেন্টের আয়োজন করেছিল যা ১৮ জুন পর্যন্ত তিন দিন ধরে চলেছিল।

আম খাওয়ার প্রতিযোগিতা বিহারের পশ্চিম চম্পারণের বেত্তিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। ‘আম খাও ইনাম পাও’ ছিল প্রতিযোগিতার ট্যাগলাইন। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক প্রতিযোগী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আম খাওয়ার চেষ্টা করছেন। পুরস্কার জেতার জন্য তাঁদের কাছে রাখা এক প্লেট আম শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। উৎসবে বেশ কিছু বিদেশি আমের জাতও প্রদর্শন করা হয়।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের একমাত্র আম উৎসব নয় এটি যা ভাইরাল হয়েছে। সম্প্রতি, শিলিগুড়িতে আয়োজিত একটি উৎসবে কিছু আকর্ষণীয় জাতের আম প্রদর্শন করা হয়েছিল। সেখানে সবচেয়ে দামি আমের জাতের মিয়াজাকি আমও প্রদর্শন করা হয়েছিল। যার দাম প্রতি কেজি ২.৭৫ লাখ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গরমের দুপুরে কে কত আগে শেষ করতে পারে এক প্লেট আম? ব‍্যাস জিতলেই কেল্লাফতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল