শিক্ষক পরিচয় দিয়ে সোনার দোকানে গিয়ে সোনার রিং চুরির দুদিনের মধ্যেই কিনারা করল পুলিস। আর এই ঘটনায় উচ্চ শিক্ষিত চোরকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম নির্মাল্য ভাদুড়ি, তার বাড়ি দক্ষিণেশ্বরে।
advertisement
পাশাপাশি সোনার রিং কেনার অভিযোগে হুগলির উত্তরপাড়া থেকে শেখ আব্দুল আজিমকে গ্রেফতার করেছে পুলিস। আর এ নিয়ে শুক্রবার আমডাঙা থানায় একটি সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি খোলসা করবেন করলেন বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর অনন্ত। তিনি বলেন, নির্মাল্য উচ্চশিক্ষিত বিএ, মাস্টার্স ডিগ্রি করেছেন। পাশাপাশি পিএইচডি করছেন।
আরও পড়ুন: কৃষ্ণনগরে ছাত্রীর খু*নে বিরাট মোড়! ঈশিতাকে সম্পর্কে থাকতে কী করত দেশরাজ? দেখুন ভিডিও
২৭ আগস্ট আমডাঙার গাদামারা হাটের কাছে একটি সোনার দোকানে যায় নির্মাল্য। দোকানে গিয়ে সে নিজেকে স্কুল শিক্ষক পরিচয় দেয়। আর স্কুলের কন্যাশ্রী প্রকল্পের একটি সোনার রিং কেনার কথা বলে। আর সেখানে গিয়ে একটি সোনার রিং চুরি করে নেয়। সেটি বিক্রি করে হুগলির উত্তরপাড়ার ব্যবসায়ীকে। তদন্তে নেমে পুলিশ নির্মাল্যকে গ্রেফতার করে। জেরায় পুলিশ জানতে পারে কলকাতার একাধিক থানায় কেস রয়েছে নির্মাল্যর।