TRENDING:

বিয়ের আমন্ত্রণপত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা

Last Updated:

Viral Wedding Card: বিয়েতে নিখুঁতভাবে সব আয়োজনের চেষ্টা করা হয়। নজর দেওয়া হয় ছোটখাটো জিনিসেও। কারণ সামান্য ভুলেও সমস্ত আয়োজন পণ্ড হয়ে যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Funny Wedding Card: বিয়ে মানে শুধু স্বামী-স্ত্রী নয়, দুটি পরিবারের মিলন। সামাজিক সেতু রচিত হয় দুই পরিবারের মধ্যে। অনেকের কাছে বিয়ে আবার সামাজিক দেখনদারির বিষয়ও। নিখুঁতভাবে সব আয়োজনের চেষ্টা করা হয়। নজর দেওয়া হয় ছোটখাটো জিনিসেও। কারণ সামান্য ভুলেও সমস্ত আয়োজন পণ্ড হয়ে যেতে পারে।
বিয়ের আমন্ত্রণ পত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা (Credit- Facebook)
বিয়ের আমন্ত্রণ পত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা (Credit- Facebook)
advertisement

বিয়ের কার্ড হাতে এলে মানুষ তৃপ্তির সঙ্গে পড়তে শুরু করে। কবে বিয়ে, বিয়ের আসর কোথায় বসছে, কীভাবে যেতে হবে, সবকিছু খুঁটিনাটি লেখা থাকে কার্ডে। সঙ্গে থাকে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের পরিচয়। অনেকে বিয়ের কার্ডে চমক আনতে কবিতা ছাপেন। ছন্দে ছন্দে আমন্ত্রণ জানানো হয়। এমনই একটি বিয়ের আমন্ত্রণ পত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন– সুইচবোর্ডের ইন্ডিকেটর থেকেই বাড়তে পারে বিদ্যুৎ খরচ! কী করা উচিত জানলেই কমবে ইলেকট্রিসিটি বিল!

বিয়ের কার্ড ভাইরাল: অনেক বিয়ের কার্ডে ছোট ছোট পদ্য থাকে। “হলদি হ্যায়, চন্দন হ্যায়, রিস্তো কা বন্ধন হ্যায়”। বা বাড়ির কোনও খুদে সদস্য আধো আধো বুলিতে আমন্ত্রণ পত্রে বলছে, “আমার কাকা বা পিসির বিয়ে তোমাদের আসতেই হবে”। কিন্তু ভাইরাল বিয়ের কার্ডে যা লেখা হয়েছে তা খুব কম মানুষই দেখেছেন।

advertisement

আসলে ভাইরাল বিয়ের কার্ডের পদ্যে লেখা হয়েছে, “তোমাকে স্নেহের আমন্ত্রণপত্র পাঠালাম, প্রিয়তম তোমাকে ডাকছি, হে আমার মনের রাজহাঁস, আসার কথা ভুলে যান”। হ্যাঁ এখানেই গন্ডগোলটা পাকিয়েছে। আসলে লেখার কথা ছিল, ‘আসার কথা ভুলবেন না’। কিন্তু মুদ্রণ প্রমাদে সেটাই দাঁড়িয়েছে “আসার কথা ভুলে যান”।

আরও পড়ুন-এখনও  তেমন ভাবে পর্যটকদের পা পড়েনি এই সব জায়গায়; বিশ্বের সবচেয়ে কম যে দেশগুলিতে পর্যটকরা যান, দেখে নিন তালিকা

advertisement

গজব বেইজ্জতি: ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সেই দৃশ্যটা তো সবারই মনে আছে। মিষ্টি কম দেখে বরের বন্ধু বলছে, “গজব বেইজ্জতি হ্যায় ইয়ার”। আমন্ত্রণপত্র পাঠিয়ে “আসার কথা ভুলে যান” লিখে নিমন্ত্রিতদের ‘বেইজ্জত’ করা হয়েছে বলেই হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। ঘুরছে মিম।

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ‘জোকস হাই জোকস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই বিয়ের কার্ডের ছবি শেয়ার করা হয়েছে। যদিও এটা পোস্ট করা হয়েছিল ১৩ এপ্রিল ২০২৩-এ। কিন্তু নতুন করে ফের ভাইরাল হয়েছে। ৪.৮ হাজার মানুষ লাইক করেছেন। এক ইউজার কমেন্টে লিখেছেন, “গজব বেইজ্জতি”। আরেক ব্যবহারকারীর সরস মন্তব্য, “রাজহাঁসকে ডাকছে”।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ের আমন্ত্রণপত্র দেখে মাথায় হাত ! যাওয়া উচিত হবে কি না বুঝতে পারছেন না আত্মীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল