বিয়ের কার্ড হাতে এলে মানুষ তৃপ্তির সঙ্গে পড়তে শুরু করে। কবে বিয়ে, বিয়ের আসর কোথায় বসছে, কীভাবে যেতে হবে, সবকিছু খুঁটিনাটি লেখা থাকে কার্ডে। সঙ্গে থাকে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের পরিচয়। অনেকে বিয়ের কার্ডে চমক আনতে কবিতা ছাপেন। ছন্দে ছন্দে আমন্ত্রণ জানানো হয়। এমনই একটি বিয়ের আমন্ত্রণ পত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
বিয়ের কার্ড ভাইরাল: অনেক বিয়ের কার্ডে ছোট ছোট পদ্য থাকে। “হলদি হ্যায়, চন্দন হ্যায়, রিস্তো কা বন্ধন হ্যায়”। বা বাড়ির কোনও খুদে সদস্য আধো আধো বুলিতে আমন্ত্রণ পত্রে বলছে, “আমার কাকা বা পিসির বিয়ে তোমাদের আসতেই হবে”। কিন্তু ভাইরাল বিয়ের কার্ডে যা লেখা হয়েছে তা খুব কম মানুষই দেখেছেন।
আসলে ভাইরাল বিয়ের কার্ডের পদ্যে লেখা হয়েছে, “তোমাকে স্নেহের আমন্ত্রণপত্র পাঠালাম, প্রিয়তম তোমাকে ডাকছি, হে আমার মনের রাজহাঁস, আসার কথা ভুলে যান”। হ্যাঁ এখানেই গন্ডগোলটা পাকিয়েছে। আসলে লেখার কথা ছিল, ‘আসার কথা ভুলবেন না’। কিন্তু মুদ্রণ প্রমাদে সেটাই দাঁড়িয়েছে “আসার কথা ভুলে যান”।
গজব বেইজ্জতি: ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের সেই দৃশ্যটা তো সবারই মনে আছে। মিষ্টি কম দেখে বরের বন্ধু বলছে, “গজব বেইজ্জতি হ্যায় ইয়ার”। আমন্ত্রণপত্র পাঠিয়ে “আসার কথা ভুলে যান” লিখে নিমন্ত্রিতদের ‘বেইজ্জত’ করা হয়েছে বলেই হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। ঘুরছে মিম।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ‘জোকস হাই জোকস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই বিয়ের কার্ডের ছবি শেয়ার করা হয়েছে। যদিও এটা পোস্ট করা হয়েছিল ১৩ এপ্রিল ২০২৩-এ। কিন্তু নতুন করে ফের ভাইরাল হয়েছে। ৪.৮ হাজার মানুষ লাইক করেছেন। এক ইউজার কমেন্টে লিখেছেন, “গজব বেইজ্জতি”। আরেক ব্যবহারকারীর সরস মন্তব্য, “রাজহাঁসকে ডাকছে”।
