আরও পড়ুন: রিলস দেখেই হারানো মোষকে ফিরে পেলেন কৃষক! বিস্তারিত জানুন
কর্মকর্তারা এসে ট্রেনের বাথরুমের দরজা খোলার পর হতভম্ব হয়ে যান। সেখানে কেউ ছিল না, তবে কমোড থেকে ধোঁয়া বের হচ্ছিল। কাছ থেকে পরীক্ষা করে দেখেন যে সেখানে কিছু জ্বালানো হয়েছে। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং এক চমকপ্রদ সত্য সামনে আসে।
advertisement
রেলওয়ে সূত্রের বরাতে জানা যায়, আগ্রা ছাউনি ইয়ার্ডের লাইন নম্বর ০৩-এ দাঁড়িয়ে থাকা ট্রেন নম্বর ০৪১৬৬/৬৫ স্বর্ণ জয়ন্তীর কোচ নম্বর NC ০৮৪৫৭৮ (গার্ড ব্রেক/এসএলআর)-এ আগুন লাগার খবর পাওয়া যায়। এই ঘটনার বিষয়ে আগ্রা ছাউনি জিআরপি স্টেশনে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জিআরপি আগ্রা ছাউনি ও আরপিএফ-এর যৌথ তদন্ত টিম সন্দেহভাজন ব্যক্তির শনাক্তকরণের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে এক ব্যক্তিকে কোচ থেকে বের হতে দেখা যায়।
আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি কোনটা জানেন? এক ট্রেনেই ঘোরা যাবে ১৩ দেশ!
পুনরায় চুরির উদ্দেশ্যে আসার পর ধরা পড়ল অভিযুক্ত
গোপন সংবাদের ভিত্তিতে, প্ল্যাটফর্ম নম্বর ০৫-এর বাইরে মসজিদের কাছে ঘোরাফেরা করার সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে জানায়, সে ট্রেন নম্বর ১২৬৪৪ স্বর্ণ জয়ন্তীর এসি কোচ থেকে একটি ব্যাগ চুরি করেছিল। পরে সেই ব্যাগটি ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা গাড়ি নম্বর ০৪১৬৬/৬৫-এর গার্ড ব্রেকে নিয়ে যায়। ব্যাগটি খুলে অ্যাপল ল্যাপটপ এবং মূল্যবান জিনিসপত্র বের করে ফেলে। বাকি জিনিসগুলো বাথরুমের কমোডে জ্বালিয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য৷ তারপর বাড়ি ফিরে যায়। সে পুনরায় চুরির উদ্দেশ্যে ফিরে আসার পর ধরা পড়ে।
আসামি আরও জানায় যে চুরি করা অ্যাপল ল্যাপটপটি সে আগ্রার বোদলা অঞ্চলের মারুতি এস্টেটের বালাজি মোবাইল শপে বিক্রি করেছিল। অভিযুক্ত ফয়জানের নির্দেশে দোকান থেকে আঙ্কিত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।