TRENDING:

৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’?

Last Updated:

দক্ষিণ ক্যালিফোর্নিয়া সাগর হল স্টিং রে মাছেদের প্রাকৃতিক আবাসস্থল। এই মাছটিকে সেখান থেকে প্রায় ৩৭০০ কিলোমিটার দূরের একটি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ ৮ বছর কারও সঙ্গে কোনও সম্পর্ক নেই। অথচ তারপরেও গর্ভবতী। মানুষের মধ্যে এমন ঘটনা বিরল। কিন্তু প্রাণীদের মধ্যে? এমনটাই ঘটেছে মার্কিন মুলুকের নর্থ ক্যারোলিনার একটি অ্যাকোয়ারিয়ামে। চমকে গিয়েছেন কর্মকর্তারা। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্যারোলিনায়। এই নিয়ে চলছে মুচমুচে চর্চা।
৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’? (Photo: Wikimedia Commons)
৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’? (Photo: Wikimedia Commons)
advertisement

একটি বিশাল স্টিং রে মাছ ৪ সন্তানের জন্ম দিতে চলেছে। না, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গত ৮ বছর ধরে ওই স্টিং রে মাছ একটি ট্যাঙ্কে একাই থাকে। অ্যাকোয়ারিয়ামের কর্মকর্তাদের মাথায় হাত। তাঁরা ভাবছেন, গর্ভবতী তো হল, কিন্তু সন্তানদের বাবা কে?

আরও পড়ুন– মরশুমের শেষে ফের শীতের আমেজ, আজ ও কাল তাপমাত্রা নিম্নমুখী, শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে

advertisement

দক্ষিণ ক্যালিফোর্নিয়া সাগর হল স্টিং রে মাছেদের প্রাকৃতিক আবাসস্থল। এই মাছটিকে সেখান থেকে প্রায় ৩৭০০ কিলোমিটার দূরের একটি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে। গত ৮ বছরে স্টিং রে প্রজাতির কোনও পুরুষ মাছ ওই অ্যাকোরিয়ামে রাখা হয়নি। তাহলে মাছটি গর্ভধারণ করল কীভাবে? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন কর্তৃপক্ষ।

হেন্ডারসনভিলের অ্যাকোয়ারিয়াম অ্যান্ড শার্ক ল্যাবের নির্বাহী পরিচালক ব্রেন্ডা রামারও বিস্মিত। গত সপ্তাহেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, শার্লট নামের স্টিং রে মাছ গর্ভবতী হয়েছে। পোস্টে গর্ভাবস্থার ঘটনাকে ‘বিজ্ঞানের রহস্য’ বলে আখ্যা দেওয়া হয়। বলা হয়, ‘ট্যাঙ্কে কোনও পুরুষ স্টিং রে মাছ ছিল না। তারপরেও শার্লট গর্ভবতী’! ওই পোস্টে শার্লটের আলট্রাসাউন্ড রিপোর্টের ছবিও দেওয়া হয়। অস্ট্রেলিয়ার জুয়েট অ্যাকোয়ারিয়ামের ডা. রবার্ট জোন্স আলট্রাসাউন্ড পরীক্ষা করেন।

advertisement

আরও পড়ুন– বাস্তু মেনে আয়না ঝোলালে সংসারে আসবে লক্ষ্মীশ্রী; ঘরের কোন দিকে তা রাখা উচিত? শুনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে

অন্য একটি পোস্টে অবশ্য শার্লটের এভাবে গর্ভবতী হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ডাঃ রবার্ট জোন্স। সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই দাবি অস্বীকার করেছে। তবে কিছু বিশেষজ্ঞরা বলছেন, শার্লট অ্যাকোয়ারিয়ামের ৫টি ছোট হাঙ্গরের যে কোনও একটির সঙ্গে মিলিত হয়েছিল। ফলে গর্ভবতী হয়ে পড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

তবে এই দাবিকেও খারিজ করে দিচ্ছেন অনেকে। তাঁদের মতে, পার্থেনোজেনেসিসের কারণে শার্লটের গর্ভবতী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে মহিলা নিষেক ছাড়াই নিজেকে ক্লোন করে। অনেক পোকামাকড়, মাছ, উভচর, পাখির মধ্যে এমনটা দেখা যায়। তবে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে নয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৮ বছর কোনও পুরুষের মুখ দেখেনি, অথচ তারপরেও গর্ভবতী ‘শার্লট’; সবার প্রশ্ন ‘বাবা কে’?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল