TRENDING:

৬৪৮ বছর পরের পৃথিবী দেখে ফিরে এলেন! ডিসেম্বর মাসে এমন সুখবর আসবে, যা আমাদের জীবন বদলে দেবে; দাবি টাইম ট্রাভেলারের

Last Updated:

Time Traveller Claim: এই স্বঘোষিত টাইম ট্রাভেলারদের দাবি, তাঁরা কয়েকশো বছর এগিয়ে গিয়ে গোটা পৃথিবীটাকেই দেখে এসেছেন। এরপর সেই সময় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, সেটার ভবিষ্যদ্বাণীও করেছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশে জ্যোতিষ গণনার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করার ধারা শতকের পর শতক ধরে চলে আসছে। কিছু মানুষ আবার ট্যারো কার্ডের মাধ্যমে ভবিষ্যতে কী ঘটবে, তার আভাস দিয়ে থাকে। কিন্তু বর্তমানে টাইম ট্রাভেলাররা ধীরে ধীরে প্রচারের আলোয় আসছেন। এই স্বঘোষিত টাইম ট্রাভেলারদের দাবি, তাঁরা কয়েকশো বছর এগিয়ে গিয়ে গোটা পৃথিবীটাকেই দেখে এসেছেন। এরপর সেই সময় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, সেটার ভবিষ্যদ্বাণীও করেছেন তাঁরা। এই মুহূর্তে এমনই এক টাইম ট্রাভেলারের ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েছে। যা বেশ ইন্টারেস্টিং। আসলে তিনি যা দাবি করছেন, তা যদি সত্যিই হয়, তাহলে মানুষের জীবনের মানই বদলে যাবে।
৬৪৮ বছর পরের পৃথিবী দেখে ফিরে এলেন! ডিসেম্বর মাসে এমন সুখবর আসবে, যা আমাদের জীবন বদলে দেবে; দাবি টাইম ট্রাভেলারের
৬৪৮ বছর পরের পৃথিবী দেখে ফিরে এলেন! ডিসেম্বর মাসে এমন সুখবর আসবে, যা আমাদের জীবন বদলে দেবে; দাবি টাইম ট্রাভেলারের
advertisement

আরও পড়ুন- প্রতারকদের অভিনব ফাঁদ; মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করতে মেসেজ পাঠাচ্ছে ট্রাই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক টাইম ট্রাভেলারের দাবি, তিনি ২৬৭১ সাল ঘুরে দেখে এসেছেন। এমনকী, সেই বছর এবং সময় অনুযায়ী কিছু ভবিষ্যদ্বাণীও করেছেন। সেই সঙ্গে ব্যাখ্যা করেছেন, কীভাবে মানুষের জীবনের একাধিক বিষয় বদলে যেতে চলেছে। তবে স্বঘোষিত ওই টাইম ট্রাভেলারের কিছু দাবি বিশ্বাস করা একেবারেই সহজ নয়। কী দাবি করছেন স্বঘোষিত ওই টাইম ট্রাভেলার, সেটাই দেখে নেওয়া যাক।

advertisement

বছরের শেষে আসবে সুখবর

স্বঘোষিত ওই টাইম ট্রাভেলার সবথেকে বড় যে সুখবরটি দিয়েছেন, সেটি আমরা চলতি বছরের শেষেই পাব। এমনটাই দাবি তাঁর। তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে বিজ্ঞানীরা এমন একটি ফল পাবেন, যা মানুষের বার্ধক্যের গতি উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিতে সক্ষম। আর এই ফলটি পৃথিবীতে নয়, বরং ফলবে পৃথিবীর অভ্যন্তরে। যা খেলে মানুষের আয়ু ২০০ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। ওই টাইম ট্রাভেলার এই ফলের নাম দিয়েছেন অ্যাস্ট্রাম। তাঁর দাবি, এটা শুধুমাত্র ৫টিই খাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন- রাজ্যের উপকূল থেকে অনেকটাই দূরে ঘূর্ণিঝড় ‘হামুন’, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেট জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তাঁর দাবি, ২০২৪ সালটা ইতিহাসের সবথেকে অদ্ভুত বছর হতে চলেছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ২২ নভেম্বর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনসমক্ষে প্রকাশ করা হবে। যার মাধ্যমে মানুষ কাস্টমাইজড সন্তান তৈরি করতে পারবেন। আর এর ফলে জিনগত সমস্যা দূর করা যাবে এবং অধিকাংশ মানুষকে একই রকম দেখতে হবে। এখানেই শেষ নয়, ওই টাইম ট্রাভেলার আরও দাবি করেন যে, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি গিজার পিরামিডের মাথায় টাইম স্ফিয়ার নামে একটি বল দেখা যাবে। আর সেই বলে হাত দিলেই চোখের সামনে ভেসে উঠবে ভবিষ্যৎ এবং অতীত। এরপর ওই বছরেরই ১৬ মার্চ একজন সেলিব্রিটি জানাবেন যে, তিনিই নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছেন। ইনো অ্যালারিক নামে এক টাইম ট্রাভেলার এর আগেও বহু ভবিষ্যদ্বাণী করেছেন, তবে তার কোনওটাই সত্য বলে প্রমাণিত হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৬৪৮ বছর পরের পৃথিবী দেখে ফিরে এলেন! ডিসেম্বর মাসে এমন সুখবর আসবে, যা আমাদের জীবন বদলে দেবে; দাবি টাইম ট্রাভেলারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল