TRENDING:

Viral News: ৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল! রেগে আগুন যুবক, নেটদুনিয়ায় শোরগোল

Last Updated:

Viral News: বর্তমানে আমরা সকলেই কম-বেশি অনলাইন কেনাকেটার উপর নির্ভরশীল। অনেক লোক অভ্যাসগতভাবে ই-কমার্স ওয়েবসাইট থেকে জিনিস অর্ডার করে, বিশেষ করে ডিসকাউন্ট-সেল সিজনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে আমরা সকলেই কম-বেশি অনলাইন কেনাকেটার উপর নির্ভরশীল। অনেক লোক অভ্যাসগতভাবে ই-কমার্স ওয়েবসাইট থেকে জিনিস অর্ডার করে, বিশেষ করে ডিসকাউন্ট-সেল সিজনে। ক্রেতারা প্রায়শই অভিযোগ করেন যে তাঁদের ঠকানো হয়েছে।। অ‍্যামাজন থেকে ৯০,০০০ টাকার ক্যামেরার লেন্স অর্ডার করে হাতে কুইনোয়া সিড পেলেন বলে অভিযোগ করেন এক যুবক!
৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল!
৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল!
advertisement

আরও পড়ুনঃ লাউ তো খান, এবার বলুন দেখি লাউ ফল না সবজি? সঠিক উত্তর দিতে হিমশিম খাচ্ছে সবাই

সম্প্রতি অরুণকুমার মেহের নামে এক যুবক ট‍্যুইটে ঘটনাটি শেয়ার করেছেন। জানা গিয়েছে, গত ৫ জুলাই অ্যামাজনে একটি সিগমা 24-70 f 2.8 ক্যামেরার লেন্স অর্ডার করেন তিনি। যার দাম ৯০ হাজার টাকা। পরের দিনই অর্ডারটি ডেলিভারি হয় অরুণের বাড়িতে। বাক্স খুলতেই অকাশ থেকে পড়েন তিনি। অরুণ দেখেন, লেন্সের ব্যাগে রাখা কুইনোয়া সিড। সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি ট‍্যুইটারে লিখে ট্যাগ করেন অ্যামাজন ইন্ডিয়াকে। তিনি লেখেন, “এটা কীভাবে হল তা দ্রুত দেখা হোক। তাড়াতাড়ি সমস্যা মেটানো হোক। আমার অর্ডার করা লেন্স পাঠানো হোক।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ইতিমধ‍্যে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাজনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। অ্যামাজন থেকে তাঁকে সোজা ম‍েসেজের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সবরকমভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই রকম ঘটনা এই প্রথম নয়। মাঝে মধ্যেই অনলাইনে অর্ডার করে ভুল জিনিস বা খারাপ জিনিস পান ক্রেতারা। কখনও দেখা গিয়েছে ফোন অর্ডার করে মাটি পেয়েছেন কেউ। কেউ আবার পেয়েছেন সেলাই মেশিন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল! রেগে আগুন যুবক, নেটদুনিয়ায় শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল