আরও পড়ুন-নিজের স্ত্রীকে ধর্ষণ করানোর জন্য বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানাল স্বামী! তার পর ?
এমনটা দেখেই সবাই ভয়ে আঁতকে উঠেছিলেন ৷ একে তো করোনা হয়েছে ৷ বাড়িতে সবাই অসুস্থ ৷ এই অবস্থায় এই টিকটিকি সমেত খাবার খেয়ে না জানি কী ঘটবে ! এই অবস্থায় হাসপাতালেই বা কী করে যাবেন তাঁরা ৷ সে কারণে ফোনেই প্রথমে ডাক্তারকে কনসাল্ট করলেন স্বামী এবং স্ত্রী ৷ জানালেন বাড়িতে সবাই এই খাবার খেয়েছেন ৷ এবং তাঁর বোন এই খাবার খেয়ে অসুস্থও হয়ে পড়েছেন ৷ গত ১৪ জানুয়ারি এই ঘটনাটি ঘটে নয়ডায় ৷
advertisement
ওই দম্পতির পক্ষে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ ছিল না ৷ কারণ তাঁরা করোনায় আক্রান্ত ৷ ফোনেই ডাক্তারের পরামর্শমতো তাঁরা দু’জনে প্রথমে বমি করেন ৷ এবং কিছু ওষুধও খান ৷ তারপরেই কিছুটা সুস্থ বোধ করেন তাঁরা ৷ কৌস্তভ কুমার সিনহা এবং তাঁর স্ত্রী রিষা শর্মার অভিযোগ, গোটা বিষয়টি অনলাইন ডেলিভারি সংস্থাকে এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ রেস্তোরাঁর পক্ষ থেকেও সাফ জানানো হয়, তাদের তরফে কোনও ভুল হয়নি ৷ তারা ঠিক খাবারই পাঠিয়েছিলেন ৷ এরপর ট্যুইটারেই সেই খাবারের ভিডিও তুলে শেয়ার করেন কৌস্তভ ৷ সেখানে সাফ দেখা যায়, খাবারের মধ্যে ভাসছে একটি আস্ত মরা টিকটিকি !